মানব-শরীর-বর্জ্য – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 538
5371. ডিস্টাল প্যাঁচানো নালিকার ব্যাস কত?
- 20.50μ
- 21.50μ
- 22.50μ
- 23.50μ
5372. নিউক্লিক এসিড বিপাকের ফলে কি সৃষ্টি হয়?
- কার্বোহাইড্রেট
- ইউরিয়া
- অ্যামোনিয়া
- ক্রিয়েটেনিন
5373. প্যারাটাইল স্তর কী নিয়ে গঠিত?
- ফ্লাজেলাযুক্ত কোষ
- পেডোসাইডযুক্ত কোষ
- আবরণী কোষ
- এপিথেলিয়াল কোষ
5374. বৃক্কের মেডুলা অঞ্চলে অনুদৈর্ঘ্যভাবে সাজানো পিরামিডের ন্যায় অঞ্চলকে কী বলে?
- রেনাল সাইনাস
- রেনাল পিরামিড
- পেলভিস অঞ্চল
- প্যাপিলা
5375. রেচন প্রক্রিযার মাধ্যমে –
- শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়
- বর্জ্য পদার্থ শরীরে জমা হয়
- শারীরিক অসুস্থতা থেকে আমরা মুক্তি পাই
A,C
5376. বৃক্কীয় নালিকাসমূহ –
- কৈশিক নালিকা সমৃদ্ধ
- একটি সংগ্রাহক নালিকার সাথে যুক্ত
- অসংখ্য সংগ্রাহক নালিকার সাথে যুক্ত
A,B
5377. প্রক্সিমলে প্যাঁচানো নালিকা বৃক্কের কোথায় অবস্থিত?
- কর্টেক্স
- মেডুলা
- হিলোম
- পেলভিস
5378. কোন ধরনের মৃত ব্যক্তির কিডনি রোগীর দেহে সংযোজন করা যায়?
- ফিজিক্যাল ডেথ
- ব্রেন ডেথ
- ফুল ডেথ
- ক্লিনিক্যাল ডেথ
5379. রক্তে উচ্চমাত্রায় কোনটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করে দিতে পারে?
- Mg+
- K+
- Fe+
- Na+
5380. কোনটি মূত্রের উপাদান?
- নাইট্রোজেন
- সোডিয়াম হাইড্রক্সাইড
- আর্গান
- অক্সিজেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-শরীর-বর্জ্য - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 538"