মানব-শরীর-বর্জ্য – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 537
5361. দেহের পানির আধিক্য হলে রক্তে ADH এর মাত্রার কীরূপ পরিবর্তন ঘটে?
- সমান থাকে
- কমে যায়
- বেড়ে যায়
- অপরিবর্তিত থাকে
5362. পিরামিডের শীর্ষগুলোকে কি নামে ডাকা হয়?
- প্যাপিলা
- নেফ্রন
- হাইলাস
- কর্টেক্স
5363. বৃক্কের একদিকে উত্তল ও অপরদিকে অবতল। এর অবতল অংশ-
- হাইলাস নামে পরিচিত
- গবিনী যুক্ত থাকে
- বৃক্ক ধমনি যুক্ত
A,B
5364. বৃক্কের শীর্ষদেশে অবস্থিত কোন গ্রন্থি হতে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হয়?
- থাইরয়েড গ্রন্থি
- প্যারাথাইরয়েড গ্রন্থি
- পিটুইটারি গ্রন্থি
- অ্যাডরেনাল গ্রন্থি
5365. বৃক্কের অবতল অংশের ভাঁজটিকে কী বলা হয়?
- কর্টেক্স
- হাইলাস
- মেডুলা
- ক্যালিক্স
5366. মানুষের বৃক্কের বৈশিষ্ট্য –
- বৃক্কের বাইরের অংশকে কর্টেক্স ও ভেতরের অংশকে মেডুলা বলে
- বৃক্কের চারপাশে পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে
- রেনাল পিরামিডের ফাঁকে রেনাল কলাম বিস্তৃত থাকে
A,B,C
5367. ADH হরমোন দেহের কোন অংশ হতে ক্ষরিত হয়?
- বৃক্ক
- অগ্ন্যাশয়
- ডিম্বাশয়
- মস্তিষ্ক
5368. কোন জাতীয় খাদ্যের বিপাকের ফলে নাইট্রোজেনঘনিত বর্জ্য সৃষ্টি হয়?
- প্রোটিন
- কার্বোহাইড্রেট
- লিপিড
- প্রোটিন ও লিপিড
5369. দেহ কোষের অন্তঃপরিবেশ ও বহিঃপরিবেশের মধ্যে অভিস্রবণিক সমতাকে কী বলে?
- রেচন
- সমঅভিস্রবণ
- অসমোরেগুলেশন
- ফিলট্রেশন
5370. নেফ্রনের কোনটি কর্টেক্সে অবস্থান করে না?
- ডিস্টাল প্যাঁচানো নালিকা
- পক্সিমাল প্যাঁচানো নালিকা
- রেনাল করপাসল
- হেনলি’র লুপ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-শরীর-বর্জ্য - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 537"