মানব-শরীর-তত্ত্ব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ২য়পত্র-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 507
5061. Pancreozym1n-এর অন্য নাম কী?
- সিক্রেটিন
- গ্যাস্ট্রিন
- কোলেসিক্টোকাইনিন
- ইনসুলিন
5062. রাজনের বয়স ২৫ বছর। তার কতটি কর্তন দাঁত রয়েছে?
- 2
- 4
- 6
- 8
5063. ভিলাই কোথায় দেখা যায়?
- পাকস্থলীতে
- যকৃতে
- ক্ষুদ্রান্ত্রে
- বৃহদান্ত্রে
5064. যকৃতের অসুখ হিসেবে কোনটি দেখা দেয়?
- পেট ব্যথা
- বমি
- জন্ডিস
- মাথাঘোরা
5065. যকৃতে RBC-এর হিমোগ্লোবিন ভেঙে সৃষ্টি হয়-
- বিলিরুবিন
- বিলিভার্ডিন
- এরাইথ্রোসাইট
A,B
5066. যকৃত কতটি অসম্পূর্ণ খন্ড নিয়ে গঠিত?
- 2
- 3
- 4
- 5
5067. বৃহদন্ত্রের প্রধান কাজ হলো-
- ফসফোলিপিড জাতীয় খাদ্য পরিপাক করা
- পাকমন্ড হতে অবশিষ্ট পানি ও আয়ন শোষণ করা
- মল নিষ্কাশিত না হওয়া পর্যন্ত ধারণ করা
B,C
5068. কোন হরমোনটি পাচক রস নি:সরণ নিয়ন্ত্রণ করে?
- থাইরক্ষিন
- গ্যাসট্রিন
- ইনসুলিন
- ইস্টোজেন
5069. দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
- লালাগ্রন্থি
- যকৃত
- অগ্ল্যাশয়
- পিটুইটারি
5070. পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে?
- সেরোসা
- মাসকিউলারিস মিউকোসা
- সাব-মিউকোসা
- মিউকোসা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "মানব-শরীর-তত্ত্ব - এইচএসসি-জীববিজ্ঞান ২য়পত্র-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 507"