মানব-রেচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 712
মানব রেচন | 7111. কিসের সাহায্য রক্ত পরিশোধন করা হয়?
- ডায়ালাইসিস মেশিন
- অস্ত্রোপাচার
- আল্ট্রাসনোগ্রাফি
- ইউটোবোস্কোপি
7112. বৃক্ক নিয়ন্ত্রণ করে-
- মানবদেহের সোডিয়ামের পরিমাণ
- মানবদেহের ফসফরাসের পরিমাণ
- মানবদেহের ক্লোরাইডের পরিমাণ
A,C
7113. বৃক্ক চিকিৎসায় ব্যয়বহুল প্রক্রিয়া কোনটি?
- ডায়ালাইসিস
- বৃক্ক প্রতিস্থাপন
- ঔষধ সেবন
- বৃক্ক শোধন
7114. পরিস্রাবণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঘটে-
- রক্ত রেনাল করপাসল এ পৌঁছানোর পর রক্তের তরল পদার্থ পরিস্রুত হয়ে প্রথমে কৈশিক জালিকার বাইরে অবস্থান করে
- রক্তের তরল পদার্থ পরবর্তিতে বোম্যান্স ক্যাপস্যুলের মাধ্যমে মূত্র নালিকায় প্রবেশ করে
- রক্ত সরাসরি মূত্র নালিকায় প্রবেশ করে
A,C
7115. প্রসাবের উপাদানগুলো মধ্যে উল্লেখযোগ্য হল-
- শতকরা ৯০ ভাগ পানিবিভিন্ন লবণ
- বিষাক্ত দ্রব্য
- হরমোনকার্বন ও CO2
A,B
7116. মূত্রনালি সুস্থ রাখার উপায় হলো-
- ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ না করা
- ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
- ধূমপান বেশি করা
- ব্যথা নিরাময়ের ঔষধ সেবন করা
7117. ডায়ালাইসিস টিউবটি যে তরলে ডুবানো থাকে তার গঠন কিরূপ?
- রক্তের প্লাজমার মতো
- রক্তের অণুচক্রিকার মতো
- দেহের গ্লুকোজের মতো
- রক্ত রসের মতো
7118. পেলভিস হলো-
- বৃক্কের অবতল অংশের ভাজ
- হাইলাসে অবস্থিত গহ্বর
- ইউরেটারের ফ্যানেল আকৃতির প্রশস্ত অংশ
B,C
7119. বৃক্ক মানবদেহের কী নিয়ন্ত্রণ করে?
- কাঠামো
- ওজন
- রক্তচাপ
- উত্তেজনা
7120. মানবদেহের রেচনতন্ত্রের অন্তর্গত হলো-
- কিডনি ইউরেটার মূত্রনালি ও মূত্রথলি
- কিডনি ল্যারিংক্স
- মূত্রনালি ও মূত্রথলি কিডনি ইউরেটার
- মূত্রনালি ও মূত্রথলিকিডনি ইউরেটার
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব রেচন এসএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট"