মানব-রেচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 705
7041. মূত্র ত্যাগের ইচ্ছা জাগে কখন?
- মূত্রথলি পূর্ণ হলে
- মূত্রথলি খালি থাকলে
- বৃক্কে ব্যাথা পেলে
- মূত্রনালিতে মূত্র জমা হলে
7042. দেহের অতিরিক্ত অ্যামাইনো এসিড-
- এমোনিয়াম ডি এমাইনের এনজাইম এর মাধ্যমে NH2 তে রূপান্তরিত হয়
- দেহের জন্য ক্ষতিকর NH2 তে রূপান্তরিত হয়
- CO2 এর সহযোগিতায় NH2 থেকে বিষাক্ত ইউরিয়া প্রস্তুত হয়
A,B,C
7043. প্রতিটি নেফ্রনে কটি মালপিজিয়ান অঙ্গ রয়েছে?
- একটি
- দশটি
- একশটি
- এক হাজারটি
7044. মানুষের দুই বৃক্কে মোট কতটি রেনাল টিউব্যুল থাকে?
- ১০ লক্ষ
- ২০ লক্ষ
- ৩০ লক্ষ
- ৪০ লক্ষ
7045. বৃক্কের একক কোনটি?
- নিউরন
- নেফ্রন
- ডেনড্রাইট
- পেলভিস
7046. মানব দেহের আমিষ তৈরিতে-
- শরীরে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়
- বর্জ্য পদার্থ শরীরে জমা হয়
- শারীরিক এসিড প্রয়োজন হয়
A,B
7047. কিডনী বিকল হরে রক্তে কীসের পরিমাণ বৃদ্ধিপায়?
- সালফেট
- ইউরেট
- ইউরিক এসিড
- ক্রিয়েটিনিন
7048. বৃক্কে পাথর অপসারণের আধুনিক পদ্ধতি কী?
- আল্ট্রসনোগ্রাফি
- এক্স-রে
- আল্ট্রসনিক লিথট্রিপসি
- ক্লোনোসকপি
7049. দু দিকের বৃক্কের পেলভিস থেকে-
- একটি ইউরিটার বের হয়
- দুটি ইউরেটার বের হয়
- দুটি ইউরেটার বের হয়ে পিছনে মূত্রাশয়ে প্রবেশ করে
B,C
7050. ডায়ালাইসিস মেশিনের সাহায্য কী নিষ্কাশিত হয়?
- পটাশিয়াম ঘটিত বর্জ্য পদার্থ
- নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ
- অজৈব লবণ
- জৈব লবণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব-রেচন - এসএসসি-জীববিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 705"