মানব-রেচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 704
7031. বৃক্কের পাথরের চিকিৎসা হলো-
- বৃক্কের অস্ত্রোপচার
- কম পানি গ্রহণ
- ঔষধ সেবন
A,C
7032. বৃক্কের এককের নাম কী?
- নিউরন
- মেডুলা
- প্লুরা
- নেফ্রন
7033. বৃক্কের নেফ্রনে কোন পদার্থটি ছাঁকনির মত কাজ করে?
- ফ্লিউবা
- গ্লোমেরুলাস
- ডায়াফ্রাম
- প্লুরা
7034. তরিতরকারি গ্রহণে সাধারণত কী তৈরি হয়?
- অম্লমূত্র
- ক্ষারীয় মূত্র
- বায়ুমূত্র
- এসিডীয় মূত্র
7035. মূত্র উৎপাদন করে কোন অঙ্গটি?
- নেফ্রন
- পেলভিস
- ফুসফুস
- যকৃত
7036. নিচের কোনটি মূত্র তৈরি হয়?
- ইউরেটর
- নেফ্রন
- সংগ্রাহী নালিকা
- পিড়কা
7037. রেনাল টিউব্যুলে অংশ হলো-
- গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা
- হেনলি-র লুপ
- প্রান্তীয় প্যাঁচানো নালিকা
B,C
7038. বৃক্কে প্রতি মিনিটে প্রবাহিত রক্তের পরিমাণ কত?
- বৃক্কের ওজনের ৪ গুণ
- বৃক্কের ওজনের ৩ গুণ
- বৃক্কের ওজনের ২ গুণ
- বৃক্কের ওজনের সমান
7039. বৃক্কের ভিতরের অংশটি-
- দুটি অঞ্চলে বিভক্ত
- তিনটি অঞ্চলে বিভক্ত
- মেডুলা ও কর্টেক্স অঞ্চলে বিভক্ত
A,C
7040. মূত্রে নিচের কোন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পর্দাথটি থাকে?
- মিথেন
- ইথেন
- প্রোপেন
- অ্যামোনিয়া
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব-রেচন - এসএসসি-জীববিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 704"