মানব-রেচন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 716
7151. বৃক্কে পাথর হলে যেসব উপসর্গ দেখা দেয় তা হল-
- কোমরের পিছনে ব্যথা হয়
- প্রস্রাবের সাথে রক্ত বের হয়
- কোন উপসর্গ দেয়া যায় না
A,B
7152. কিডনি বিকল হলে-
- মূত্র ত্যাগের সমস্যা দেখা দেয়
- রক্তে ক্রিয়োটিনিন বৃদ্ধি পায়
- রক্তে নাইট্রোজেনের অভাব দেখা যায়
A,B
7153. রফিক সাহেবের অসুস্থতা থেকে উপশমের উপায় হলো-
- অতিরিক্ত পরিমাণে পানি পান করা
- ডাক্তারের পরামর্শ মতো ঔষধ সেবন করা
- বৃক্কে অস্ত্রোপচার করা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব-রেচন - এসএসসি-জীববিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 716"