মানব-বসতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2115
মানব বসতি :
21141. নগরায়ন কয়টি সম্পর্কযুক্ত প্রক্রিয়ার সাথে জড়িত?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
21142. সামরিক ঘাটির নগর হলো-
- ভারতের আগ্রা
- স্পেনের জিব্রাল্টার
- স্কটল্যান্ডের এডিনবরা
A,B,C
21143. নিউক্যাসল কোথায় অবস্থিত?
- যুক্তরাষ্ট্র
- স্পেন
- রাশিয়া
- যুক্তরাজ্য
21144. কোনটি বাণিজ্য ভিত্তিক নগর?
- অষ্ট্রেলিয়ার ক্যানবেরা
- রাশিয়ার ডোনেৎস
- মরক্কোর ফেজ
- পাকিস্তানের ইসলামাবাদ
21145. জেলেগ্রাম, কুমারপাড়া, কামারপাড়া ইত্যাদি নামে চিহ্নিত করা হয় কিসের ভিত্তিতে?
- বসতির ভত্তিতে
- জীবিকার প্রধান উৎস অনুসারে
- কাঠামোর বৈশিষ্ট্যের ভিত্তিতে
- বসবাসের ধরনের ভিত্তিতে
21146. মেয়াফিস ও থেবস নগরী কোন সময়ে উৎপত্তি হয়েছিল?
- খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দ
- খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ
- খ্রিষ্টপূর্ব ৩৫০০ অব্দ
- খ্রিষ্টপূর্ব ৪০০০ অব্দ
21147. আয়তন ও কর্মধারার ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়?
- ২ ভাগে
- ৩ ভাগে
- ৪ ভাগে
- ৫ ভাগে
21148. নিচের কোনটি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতির বৈশিষ্ট্য নয়?
21149. নিম্নশ্রেণির লোকেরা শহরের কোথায় বেশি বসবাস করে?
- বড় বড় অট্টলিকায়
- বস্তিতে
- হাসপাতালে
- খামার বাড়িতে
21150. গভীরবদ্ধ বসতি নির্ভর করে-
- ভূ-প্রকৃতির উপর 2. উর্বর মাটির উপর 3. জলের উৎসের উপর
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব বসতি এসএসসি ভুগোল ও পরিবেশ কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2115"