মানব-বসতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2122
21211. নিচের কোনটি গ্রামীণ বসতির শ্রেণিবিভাগ?
- গোষ্ঠীবদ্ধ
- ইতস্তত বিক্ষিপ্ত
- রৈখিক
- সবকয়টিই
21212. বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতিতেও একত্রে কয়টি পরিবার বাস করে?
- ২টি পরিবার
- ২ বা ৩টি পরিবার
- ৪টি পরিবার
- কোনোটিই নয়
21213. গ্রামীণ বসতি সহজেই চেনা যায়-
- কাঠামোগত বৈশিষ্ট্য থেকে
- নির্মাণ উপকরণ থেকে
- বাড়ীর নকশা থেকে
A,B,C
21214. নিচের উদ্দীপকটি পড় এবং তিনটি প্রশ্নের উত্তর দাও:
- মজিনা ও সাজিনার দুই পরিবার সাধারণ বসতি থেকে বহু দূরে বাস করেন। এদের অবস্থান অতি ক্ষুদ্র বসতি অন্য ক্ষুদ্র বসতি থেকে অনেক দূরে অবস্থান করে।মজিনা ও সাজিনার বসতি কোন প্রকৃতির?
21215. ইতস্তত বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বসতির উদাহরণ-
- জলদী পাহাড় অঞ্চল
- যুক্তরাষ্ট্রের খামার বসতি
- আফ্রিকার মেষপালন কেন্দ্র
- ফ্রান্সের লা-হাভার অঞ্চল
21216. বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে কোন কারণ কাজ করে থাকে?
- সামাজিক কারণ 2. প্রাকৃতিক কারণ 3. সাংস্কৃতিক কারণ
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানব-বসতি - এসএসসি-ভুগোল ও পরিবেশ-8"