মানচিত্র-পঠন-ও-ব্যবহার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2071
20701. মানচিত্রের ভাষা বলা হয় কোনগুলোকে?
- রং 2. রেখা 3. সংকেত
A,B,C
20702. মানচিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি-
- সমদ্র পৃথিবী 2. একটি অঞ্চল 3. সমগ্র বিশ্বজগত
A,B
20703. একটি ড্রয়িং বা রেখাঙ্কন যেটি ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে থাকে তাকে কী বলে?
- নকশা
- দলিল
- মানচিত্র
- কম্পিউটার
20704. পৃথিবীল বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে বিভিন্ন ধরনের যে প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়, এসব চিহ্নকে কী বলে?
- অভ্যন্তরীণ প্রতীক চিহ্ন
- আন্তর্জাতিক প্রতীক চিহ্ন
- স্থানীয় প্রতীক চিহ্ন
- এলাকা ভিত্তিক প্রতীক চিহ্ন
20705. ‘ক’ শহরের দ্রাঘিমা ৭০০৪৫’ পূর্ব এবং ‘খ’ শহরের দ্রাঘিমা ১৫০১৫’ পূর্ব। ‘ক’ শহরের স্থানীয় সময় সকাল ৭টা হলে ‘খ’ শহরের স্থানীয় সময় কত?
- ভোর ৪টা ১৮ মিনিট
- ভোর ৩টা ১৮ মিনিট
- ভোর ৫টা ৩৮ মিনিট
- ভোর ৩টা ২৮ মিনিট
20706. কোথায় সর্বপ্রথম GIS এর ব্যবহার শুরু হয়?
- যুক্তরাজ্যে
- কানাডায়
- জার্মানিতে
- অস্ট্রিয়ায়
20707. আগের দিনে কিসের উপর মানচিত্র অঙ্কন করা হতো?
- কাগজের উপর
- মাটির উপর
- কাপড়ের উপর
- গাছের উপর
20708. Representive Fraction-এর অর্থ কী?
- প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
- মৌজা মানচিত্র
- দেওয়াল মানচিত্র
- প্রতিভূ অনুপাত
20709. মানচিত্র নিচের কোনটি সম্পর্কে ধারণা দেয়?
- ভূপ্রকৃতি ও জলবায়ু সম্পর্কে
- মহাদেশ ও মহাসাগর সম্পর্কে
- মানুষের জীবনপ্রণালি সম্পর্কে
A,B
20710. আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কী বলে?
- প্রমাণ সময়
- স্থানীয় সময়
- আন্তর্জাতিক তারিখ রেখা
- কোনোটিই নয়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানচিত্র-পঠন-ও-ব্যবহার - এসএসসি-ভুগোল ও পরিবেশ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2071"