মানচিত্র-পঠন-ও-ব্যবহার – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2070
20691. বর্তমান যুগে কোথা থেকে ছবি তোলার মাধ্যমে প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের নবযুগের সূচনা হয়?
- হেলিকপ্টার
- উঁচু পাহাড়
- বিমান
- উঁচু দালান
20692. Map বা মানচিত্র কোন শব্দ থেকে এসেছে?
- ল্যাটিন
- গ্রিক
- আরবি
- ফারসি
20693. পৃথিবী কোন দিক থেকে ঘুরছে?
- পূর্ব থেকে পশ্চিমে
- পশ্চিম থেকে পূর্বে
- উত্তর থেকে দক্ষিণে
- দক্ষিণ থেকে উত্তরে
20694. বিভিন্ন দেশের দুরত্ব পরিমাপের জন্য কিরূপ একক ব্যবহার করা হয়?
- স্বতন্ত্র
- অনুরূপ
- চিরন্তন
- একই রকম
20695. প্রাচীনকালে প্রথম কোথায় মানচিত্রের প্রচলন হয়েছিল?
- গ্রিসে
- ইরাকে
- মিসরে
- চীনে
20696. নিচের উদ্দীপকটি পড় এবং তিনটি প্রশ্নের উত্তর দাও:
- ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা ৯০০২৬’ পূর্ব।টোকিও ঢাকার কোন দিকে অবস্থিত?
20697. টোকিওর দ্রাঘিমা বের করতে হলে কিসের প্রয়োজন হবে?
- মিনিট 2. সেকেন্ড 3. ডিগ্রি
20698. ঢাকার দ্রাঘিমা ৯০০২৬’ পূর্ব হলে টোকিওর দ্রাঘিমা কত হবে?
- ১৩৯০৪৫’ পূর্ব
- ১২৯০৪৫’ পূর্ব
- ১৩৯০৪৫’ পশ্চিম
- ১২৯০৪৫’ পশ্চিম
20699. সকল মানচিত্রেই কোন সীমারেখা বিদ্যমান?
- আন্তর্জাতিক সীমা
- জেলা সদর অঞ্চল
- সমুদ্রবন্দর
- মৃত্তিকার অবস্থান
20700. গ্রিনিচ কত ডিগ্রি দ্রাঘিমারেখায় অবস্থিত?
- 0
- 150
- 22.5
- 450
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মানচিত্র-পঠন-ও-ব্যবহার - এসএসসি-ভুগোল ও পরিবেশ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2070"