
বাংদেশ স্টুডেন্টসলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগীতা আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগীতার আয়োজন করেছে বাংলাদেশ স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। ৩০ মার্চ রাজধানীর ৩ নং ইন্দিরা রোডে এসোসিয়েশনের কার্যালয়ে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার দেয়া হবে।
প্রতিযোগীতায় অংশগ্রহনেচ্ছুক শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে নিম্নবর্ণিত বিষয়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে হবে। ৩০ মার্চ সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের (স্কুল ও মাদ্রাসা) প্রতিযোগীদের ৬০০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে।
বিষয়: স্বদেশপ্রেম।উচ্চমাধ্যমিক পর্যায়ের (কারিগরি ও মাদ্রাসাসহ) প্রতিযোগীদের সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত। ৮০০ শব্দের মধ্যে রচনা লিখতে হবে।
বিষয়: ‘জাতীয় উন্নয়নে যুব সমাজের ভূমিকা’ ।বিকেল তিনটা থেকে চারটা। এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগীদের রচনা প্রতিযোগীতা। এক হাজার শব্দের মধ্যে লেখা শেষ করতে হবে।
বিষয়: উন্নত দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ।
১৩ মার্চ অনুষ্ঠিত এসোসিয়েশনের নির্বাহী কমিটির সভায় রচনা প্রতিযোগীতা আয়োজনের সিদ্ধান্ত হয়। এসোসিয়েশনের সভাপতি খান মুহম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান, এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মো: মুজিবুর রহমান হাওলাদার, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সালাম পাটোয়ারী; মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক আবদুল মজিদ বিশ্বাস ও মো: গিয়াস উদ্দিন খান।