
মাদরাসার নিখোঁজ সাত শিক্ষার্থী উদ্ধার।
নাটোরের ভাতুরিয়া এমদাদুল উলুম কওমি মাদরাসার নিখোঁজ সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সিংড়া উপজেলার তিরোইল গ্রামের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকবাসী জানায়, নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম কওমি মাদরাসার শিক্ষক আব্দুস সাত্তার ওই মাদরাসার সাত শিক্ষার্থীকে নিয়ে বুধবার রাতের কোনো এক সময় পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সব কিছু জেনে অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে পুলিশ নাটোরের সিংড়া উপজেলার তিরোইল গ্রামের একটি বাড়ি থেকে ওই সাত শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে শিক্ষক আব্দুস সাত্তার পলাতক রয়েছেন। বর্তমানে ওই শিক্ষার্থীরা নাটোর সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
পলাতক শিক্ষক আব্দুস সাত্তার সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা জানান, সাত শিক্ষার্থী ও একজন শিক্ষকের নিখোঁজ থাকার খবর পেয়ে প্রাথমিক তদন্ত ও মোবাইল ফোন ট্র্যাকিং করে শিক্ষক আব্দুস সাত্তারের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। পরে সিংড়ার একটি গ্রামে অভিযান চালিয়ে সিংড়া পুলিশ সাত শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে ওই শিক্ষক আব্দুস সাত্তারকে এখনও আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা চলছে।