মহাবিশ্ব-ও-আমাদের-পরিবেশ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ভুগোল ও পরিবেশ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2059
20584. উক্ত বন্যাটি কী প্রমাণ করে?
- দুর্যোগ ও বিপর্যয় পরস্পর সম্পর্কিত
- দুর্যোগ ও বিপর্যয় পরস্পর বিচ্ছিন্ন
- দুর্যোগ ও বিপর্যয় পরস্পরের কারণ
- দুর্যোগ ও বিপর্যয় যুগপৎ ঘটনা
20585. কোন বলের প্রভাবে সৌরজগতের গ্রহ উপগ্রহগুলো সুর্যের চারদিকে ঘুরছে?
- অভিকর্ষ বল
- মাধ্যাকর্ষণ বল
- মহাকর্ষ বল
- কেন্দাতিগ বল
20586. উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথের মতো দেখায় কোনটি?
- নীহারিকা
- ছায়াপথ
- গ্যালাক্সি
- নক্ষত্র
20587. যে মহাশূন্যযান বুধের ছবি পাঠায় তার নাম কি?
- সেরিনার-১০
- মেরিনার-১০
- সেরিনার-১২
- ইরিনার-১২
20588. গ্রহ হলো-
- জ্যোতিষ্ক যেগুলো সূর্যকে ঘিরে নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট পথে পরিক্রমণ করে
- নিজের কোনো তাপ বা আলো নেই
- সূর্য থেকে আলো পায়
A,B,C
20589. কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?
- বুধ
- মঙ্গল
- শুক্র
- ইউরেনাস
20590. নিচের উদ্দীপকটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও:
- মহাকাশে রয়েছে অসংখ্য জ্যোতিষ্ক। বর্তমানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, কৃষ্ণবাসন, কৃষ্ণগহ্বর প্রভৃতি সবকিছুকেই জ্যোতিষ্ক বলে। এদের সবাইকে নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব।নিচের কোনটি আমাদের বাসভূমি?
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "মহাবিশ্ব-ও-আমাদের-পরিবেশ - এসএসসি-ভুগোল ও পরিবেশ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2059"