মুলগল্প
লেখক পরিচিতি
পাঠ পরিচিতি
অনুশীলনী কর্ম
শব্দার্থ ও
টীকা : বাছা- বৎস বা অল্পবয়সী সন্তান; র্পূদা ঠেলে উপার্জন- এখানে নারীদের অন্তঃপুরে থাকার প্রথাভঙ্গ করে বাইরে এসে আয়-রোজগার করা বোঝাচ্ছে; অনাড়ম্বর- জাঁককমকহীন; বামুনদি- ব্রাহ্মণদিদির সংক্ষিপ্ত রপ। আগে রান্না বা গৃহকর্মে যে ব্রাহ্মণকন্যাগণ নিয়োজিত হতেন তাদের কথ্যরীতিতে বামুনদি ডাকা হতো; অপ্রতিভ- অপ্রস্তুত; পরদিন থেকে সে আর আসত না- না আসার কারণ আত্মসম্মান। মমতাদি টাকার জন্য অনে্যর বাড়িতে কাজ নিয়েছে সত্য। কিন্তু তাকে অসম্মান করলে বা সন্দেহের চোখে দেখলে নিজে অপমানিতবোধ করে চাকরিত্যাগের সাহস তার ছিল; হরির লুট- দেবতা হরিকে লুটিয়ে দান করা এবং সেখান থেকে প্রচুর প্রসাদ গ্রহণ করা।