ভৌত-রাশি-ও-পরিমাপ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2377
23761. পদার্থবিজ্ঞানের ভাষা কোনটি?
- রসায়ন
- গণিত
- পরিসংখ্যান
- পৌরনীতি
23762. পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন কে?
- হাইগেন
- রবার্ট হুক
- রবার্ট বয়েল
- রোমার
23763. সৌরকেন্দ্রিক প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথের কল্পনা করেন কে?
- টাইকোব্রাহের
- কেপলার
- কোপারনিকাস
- গ্যালিলিও
23764. আবদুস সালাম পেশায় ছিলেন –
- বৈমানিক
- প্রফেসর
- গণিতবিদ
- নকশাকার
23765. ভার্নিয়ার সমপাতনকে কী দ্বারা প্রকাশ করা হয়?
- M
- L
- V
- VC
23766. নিচের কোনটির সাথে ডা. গিলবার্টের সম্পর্ক রয়েছে?
- ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ
- বিভিন্ন চাপের গ্যাসের ধর্ম নির্ণয়
- চুম্বকত্ব নিয়ে গবেষণা
- আলোর বেগ নির্ণয়
23767. ক্ষুদ্র সময় ব্যবধান পরিমাপের জন্য কোনটি ব্যবহার করা হয়?
- রিস্ট ওয়াচ
- স্টপ ওয়াচ
- ওয়াল ক্লক
- টেবিল ক্লক
23768. নিচের কোনটি পদার্থবিজ্ঞানের প্রধান শাখা?
- ইলেকট্রনিক্স
- বলবিজ্ঞান
- আলোকবিজ্ঞান
- সবকয়টি
23769. কোনটি মৌলিক রাশি?
- ভর
- আয়তন
- বল
- ঘনত্ব
23770. আমাদের চারপাশে যেটি আছে সবই –
- স্থান
- সময়
- বস্তু
- পাত্র
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ভৌত-রাশি-ও-পরিমাপ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2377"