ভৌত-রাশি-ও-পরিমাপ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2374
এসএসসি-পদার্থ বিজ্ঞান-1-কুইজ | 23731. স্ক্রুগজ ব্যবহার করা হয় –
- তারের ব্যাসার্ধ নির্ণয়ে
- দন্ডের দৈর্ঘ্য নির্ণয়ে
- সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয়ে
A,C
23732. চন্দ্রশেখর রমন কত সালে নোবেল পুরস্কার পান?
- 1913
- 1917
- 1930
- 1979
23733. একটি সিলিন্ডারের ব্যাস নির্ণয়ের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
- মিটার স্কেল
- ভার্নিয়ার স্কেল
- স্লাইড ক্যালিপার্স
- সেন্টিমিটার স্কেল
23734. তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন কে?
- জেমস ওয়াট
- লেঞ্জ
- ওয়েরস্টেড
- মাইকেল ফ্যারাডে
23735. এককের আন্তর্জাতিক পদ্ধতি চালুর পূর্বে কয়টি পদ্ধতি চালু ছিল?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
23736. রনজেন X-ray আবিষ্কার করেন কখন?
- ঊনবিংশ শতাব্দীর শুরুকে
- ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে
- বিংশ শতাব্দীর শুরুতে
- অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে
23737. বোসন কোন ধরনের কণা?
- মৌলিক কণা
- সহমৌলিক কণা
- কৃত্রিম কণা
- জটিল কণা
23738. লিউনার্দো দা ভিঞ্চি পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের মডেল তৈরি করেন –
- পনের শতকের শেষ দিকে
- পনের শতকের প্রথম দিকে
- ষোল শতকের শেষ দিকে
- ষোল শতকের প্রথম দিকে
23739. বিজ্ঞানের বন্ধ্যাকাল বলা হয় কোন সময়কে?
- আর্কিমিডিসের মৃত্যু থেকে ত্রয়োদশ শতাব্দী
- ডেমোক্রিটাসের মৃত্যু থেকে ত্রয়োদশ শতাব্দী
- আর্কিমিডিসের মৃত্যু থেকে পঞ্চদশ শতাব্দী
- ডেমোক্রিটাসের মৃত্যু থেকে পঞ্চদশ শতাব্দী
23740. বস্তুর পতনের নিয়ম – এর আবিষ্কারকের নাম কী?
- গ্যালিলিও
- আর্কিমিডিস
- আইনস্টাইন
- নিউটন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-পদার্থ বিজ্ঞান-1-কুইজ- 2374"