অনেকেই বিকাশে রেফেরেন্স নাম্বার দেন নি এবং রকেট এ টাকা পাঠিয়ে অর্ডার নাম্বার কলফার্ম করেন নি, তাঁদের আগামীকাল দুপুর ২টা থেকে ১৮ তারিখ রাত ১২টার মধ্যে
1. নিজের বিকাশ/রকেট নং (আপনি যে নাম্বার থেকে বিকাশ বা রকেট করেছেন।)
2. টাকার পরিমাণ (যত টাকা আমাদের বিকাশে পাঠিয়েছেন।)
3. টাকা পাঠানোর সময় ও তারিখ
4. অর্ডার নং (অর্ডার করার পর ইমেইলে পাবেন, #309 দিয়ে শুরু 7 অঙ্কের একটি সংখ্যা)।
লিখে আমাদের ফেসবুক পেইজে মেসেজ/ইনবক্স করার জন্য অনুরোধ করা হচ্ছে।
উদাহরণ:
1. 01984754545
2. 540
3. 12/07/2016, 4:24 PM
4. 3098457
.
এই সময়ের মধ্যে কল না দিলে কোন ক্লাস মিস করলে ইশিখন.কম দায়ী থাকবে না।
.
কিভাবে ক্লাসে অংশ নিবেন, তা আগামী ২০ তারিখ সন্ধ্যায় ইশিখন.কম এর নোটিশ মেনুতে জানিয়ে দেওয়া হবে।
যারা যারা ব্যাচ পরিবর্তন করতে চান, আসন খালি থাকা সাপেক্ষে তাদের ব্যাচ পরিবর্তন করার সুযোগ দেওয়া হবে।
.
এতে যারা যত আগে বিকাশ করে অর্ডার কনফার্ম করেছেন, তাদের তত বেশি গুরুত্ব দেওয়া হবে। ব্যাচ পরিবর্তনের জন্য ১৭ জুলাই থেকে ১৯ জুলাই রাত ১০টা পর্যন্ত আবেদনের সময় দেওয়া হল।
.
ব্যাচ পরিবর্তন করার জন্য
1. আপনার আগের ব্যাচ নাম, (সময় কিংবা ব্যাচ আইডি দিলে গ্রহণযোগ্য হবে না।, অবশ্যই ব্যাচের নাম দিবেন। যেমন: APDE-Batch-172-1)
2. ইউজারনেম/ইমেইল, (শুধুনাম দিলে গ্রহণযোগ্য হবে না, অবশ্যই ইউজারনেম দিবেন)
3. পরিবর্তিত ব্যাচের নাম (সময় কিংবা ব্যাচ আইডি দিলে গ্রহণযোগ্য হবে না।, অবশ্যই ব্যাচের নাম দিবেন। যেমন: APDE-Batch-172-5)
লিখে আমাদের ফেসবুক ফ্যানপেইজে মেসেজ করবেন।
.
কেউ ভুলে ব্যাচ নামের জায়গায় ব্যাচ আইডি/সময় উল্লেখ করলে তার আবেদন গ্রাহ্য করা হবে না।
তাই অবশ্যই ব্যাচের নাম দিতে ভুূল করবেন না:
উদাহরণ: যেমন কেউ যদি এন্ড্রয়েড এপপ ডেভেলপমেন্ট এর ব্যাচ APDE-Batch-172-1 থেকে ব্যাচ APDE-Batch-172-5 এ যেতে চান, তাহলে নিমোক্তভাবে এসএমএস(SMS) করতে হবে:
1. APDE-Batch-172-1
2. habibdu
3. APDE-Batch-172-5
ব্যাচ পরিবর্তনের আবেদন করার পর আগামী ২০ ২০ জুলাই রাত ২টার পর থেকে যাদের ব্যাচ পরিবর্তনের আবেদন গৃহিত হবে, তাঁরা পরিবর্তিত ব্যাচ দেখতে পাবেন।
বি:দ্র: মোবাইলে কল করে কেউ ব্যাচ পরিবর্তনের আবেদন করলে সেটা গ্রাহ্য করা হবে না।
0 responses on "ব্যাচ পরিবর্তন ও ক্লাস সর্ম্পকিত নোটিশ"