ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা । এইচএসসি অর্থনীতি ২য়পত্র । কুইজ মডেল টেস্ট অনুশীলন
10881. ব্যাংক ব্যবস্থার প্রচলনে প্রথমত কোন এটি মুখ্য ভূমিকা রেখেছে?
- অর্থের প্রচলন
- সভ্যতার উন্নয়ন
- রাষ্ট্র ব্যবস্থার সংহতি
- কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা
10882. ব্যাংক মূলত সওদা বানিয়ে কাজ করে-
- মুনাফাকে
- ঋণকে
- অর্থকে
B,C
10883. বর্তমানে কোন নীতি অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনের চেষ্টা করা হচ্ছে-
- ব্যাসেল-১
- ব্যাসেল-২
- ব্যাসেল-৩
- ব্যাসেল-৪
10884. ব্যাসেল-২ এর মোট ভিত্তি কয়টি?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
10885. একজন গ্রাহক কীভাবে ব্যাংকের সাথে সম্পৃক্ত থাকতে পারে?
- ব্যাংকের কার্যক্রম সম্পর্কে ধারণা নিয়ে
- ব্যাংকের সাথে সু-সম্পর্ক গঠন করে
- ব্যাংক হতে শেয়ার ক্রয় করে
- নিয়মিত ব্যাংকে লেনদেন করার মাধ্যমে
10886. চুক্তি অনুযায়ী ব্যাংক ঋণের ওপর গ্রাহকদের কী প্রদান করতে হয়?
- মুনাফা
- নগদ অর্থ
- মূল্য সংযোজন কর
- সুদ
10887. কীসের ওপর ভিত্তি করে ব্যাংকার ও গ্রাহকের মধ্যে সু-সম্পর্ক গড়ে ওঠে?
- অর্থের পরিমাণের ওপর
- পরিচিতির ওপর
- বন্ধুত্বটার ওপর
- বিশ্বস্ততার ওপর
10888. জামির ও রবিন দুই বন্ধু। জামিল ব্যাংক কর্মকর্তা। তার কথায় রবিন ব্যাংক ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিল। রবিনের ব্যাংক ঋণ গ্রহণের সিদ্ধান্তের কারণ কী?
- ব্যাংক ঋণের প্রয়োজন হওয়ায়
- বন্ধুর কথায় ব্যাংক ঋণ গ্রহণে উৎসাহিত হয়ে
- বন্ধুর মন রক্ষার্থে
- দু’জনের সুন্দর সম্পর্ক বজায় রাখতে
10889. অছি হিসাবে দায়িত্ব পালন করে ব্যাংক গ্রাহককে কীভাবে সাহায্য করে?
- অধিক মুনাফা প্রদান করে
- ঋণ প্রদান করে
- সম্পত্তির সুরক্ষা প্রদান করে
- অর্থের যোগান প্রদান করে
10890. পার-নিশি অর্ডার কয় ধরনের হয়ে থাকে?
- ৫ ধরনের
- ৪ ধরনের
- ৩ ধরনের
- ২ ধরনের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা । এইচএসসি অর্থনীতি ২য়পত্র । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1089"