ব্যাংক-তহবিলের-উৎস-ও-ব্যবহার – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ২য়পত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1115
11141. ব্যাংকের অন্যতম প্রধান কাজ কোনটি?
- ঋণ গ্রহণ
- সুদ গ্রহণ
- মুনাফা গ্রহণ
- ঋণ প্রদান
11142. উত্তম জামানতের বৈশিষ্ট্য কোনটি?
- তারল্য
- অধিক মূল্য
- স্থানান্তরযোগ্যতা
- নির্বাচনযোগ্যতা
11143. ব্যাংক সাধারণত কোনটির ওপর নির্ভর করে ব্যক্তির জামানতের সংখ্যা নির্ধারণ করে?
- ঋণগ্রহীতার পেশার
- ঋণগ্রহীতার আয়ের
- ঋণের পরিমাণের ওপর
- ঋণের উদ্দেশ্যের
11144. সাধারণ পদ্ধতিগত দিক হতে কোন ধরণের জামানতকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়?
- ব্যক্তিক জামানত
- অ-ব্যক্তিক জামানত
- স্থায়ী জামানত
- অস্থায়ী জামানত
11145. ঋণের প্রকৃতি ও এর গ্রহণযোগ্যতা বিশ্লেষণ করা সম্ভব ঋণ বিশ্লেষণের কোন ধরণের পদ্ধতি?
- ঋণ নীতি নির্দশেক
- ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নীতি
- ঋণ ঝুঁকি গ্রেড
- পূর্ব সতর্কীকরণ সংকেত
11146. ঋণের মোট ভার কম হলে কোনটি চিহ্নিত করা সম্ভব হয়?
- সুনির্দিষ্ট কারণ
- ঋণের উদ্দেশ্য
- ঋণের পরিমাণ
- ঋণের প্রকৃতি
11147. নন্দীনি ফিন্যান্স তাদের ঋণের ঝুঁকি নির্ণয়ের জন্য CRM কাঠামো অনুসরণ করে। নন্দীনি ফিন্যাস তার কাঠামোতে আর্থিক ঝুঁকির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত করে?
- মুনাফাযোগ্যতা
- শিল্পের প্রবৃদ্ধি
- জামানত
- সফলতার
11148. বৈদেশিক বিনিময়ের মূল উদ্দেশ্য কী?
- বিদেশি দেনা-পাওনার পরিমাণ নির্ধারণ
- দেশীয় মুদ্রার সাথে বিদেশী মুদ্রার বিনিময়
- দুই দেশের বাণিজ্যের পরিমাণ নির্ধারণ
- এক দেশের অর্থ অন্য দেশে প্রেরণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যাংক-তহবিলের-উৎস-ও-ব্যবহার - এইচএসসি-অর্থনীতি ২য়পত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1115"