বাগধারা থেকে বিসিএস প্রিলিমিনারিতে বিগত বছরে প্রশ্ন এসেছে।
বাংলা ব্যাকরন থেকে বিসিএস প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে ।
অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও বাগধারা থেকে প্রশ্ন আসতে পারে
ফ
ফপর দালালি=অতিরিক্ত চালবাজি
ফুলের ঘাঁয়ে মূর্ছা যাওয়া=অল্পে কাতর
ফুলবাবু=বিলাসী
ফোড়ন দেওয়া=টিপ্পনী কাটা
ফেউ লাগা=আঠার মতো লেগে থাকা
ব
বক ধার্মিক=ভণ্ড সাধু
বাজখাঁই গলা=অত্যন্ত কর্কশ ও উঁচু গলা
বইয়ের পোকা=খুব পড়ুয়া
বাড়া ভাতে ছাই=অনিষ্ট করা
বগল বাজানো=আনন্দ প্রকাশ করা
বায়াত্তরে ধরা=বার্ধক্যের কারণে কাণ্ডজ্ঞানহীন
বজ্র আঁটুনি ফসকা গেরো=সহজে খুলে যায় এমন
বিদ্যার জাহাজ=অতিশয় পণ্ডিত
বসন্তের কোকিল=সুদিনের বন্ধু
বিশ বাঁও জলে=সাফল্যের অতীত
বিড়াল তপস্বী=ভণ্ড সাধু
বিনা মেঘে বজ্রপাত=আকস্মিক বিপদ
বর্ণচোরা আম=কপট ব্যক্তি
বাঘের দুধ=দুঃসাধ্য বস্তু
বরাক্ষরে=অলক্ষুণে
বাঘের চোখ=দুঃসাধ্য বস্তু
বাজারে কাটা=বিক্রি হওয়া
বিসমিল্লায় গলদ=শুরুতেই ভুল
বালির বাঁধ=অস্থায়ী বস্তু
বুদ্ধির ঢেঁকি=নিরেট মূর্খ
বাঁ হাতের ব্যাপার*=ঘুষ গ্রহণ
ব্যাঙের আধুলি=সামান্য সম্পদ
বাঁধা গৎ=নির্দিষ্ট আচরণ
ব্যাঙের সর্দি=অসম্ভব ঘটনা
ভ
ভরাডুবি=সর্বনাশ
ভাঁড়ে ভবানী=নিঃস্ব অবস্থা
ভস্মে ঘি ঢালা=নিষ্ফল কাজ
ভূতের ব্যাগার=অযথা শ্রম
ভাদ্র মাসের তিল=প্রচণ্ড কিল
ভূঁই ফোড়=হঠাৎ গজিয়ে ওঠা
ভানুমতীর খেল=অবিশ্বাস্য ব্যাপার
ভিজে বিড়াল-কপটাচারী
ভাল্লুকের জ্বর-ক্ষণস্থায়ী জ্বর
ভূশন্ডির কাক*-দীর্ঘজীবী
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।
পরের পাতাসমুহ >>
0 responses on "ব্যাংক জব নিয়োগ পরীক্ষা বাংলা বাগধারা"