📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ব্যাংক জব নিয়োগ পরীক্ষা বাংলা বাগধারা

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা ও প্রবাদ-প্রবচন ব্যাংক জব নিয়োগ পরীক্ষা

অকাল কুষ্মাণ্ড-অপদার্থ, অকেজো

অষ্টরম্ভা-ফাঁকি

অক্কা পাওয়া-মারা যাওয়া

অথৈ জলে পড়া-খুব বিপদে পড়া

অগাধ জলের মাছ-সুচতুর ব্যক্তি

অকূল পাথার***-ভীষণ বিপদ

অর্ধচন্দ্র-গলা ধাক্কা

অন্ধকারে ঢিল মারা-আন্দাজে কাজ করা

অন্ধের যষ্ঠি-একমাত্র অবলম্বন

অমৃতে অরুচি-দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা

অন্ধের নড়ি-একমাত্র অবলম্বন

অগস্ত্য যাত্রা-চির দিনের জন্য প্রস্থান

অগ্নিশর্মা-নিরতিশয় ক্রুদ্ধ

অল্পবিদ্যা ভয়ংকরী-সামান্য বিদ্যার অহংকার

অগ্নিপরীক্ষা-কঠিন পরীক্ষা

অনধিকার চর্চা-সীমার বাইরে পদক্ষেপ

অগ্নিশর্মা-ক্ষিপ্ত

অরণ্যে রোদন-নিষ্ফল আবেদন

অগাধ জলের মাছ-খুব চালাক

অহি-নকুল সম্বন্ধ*-ভীষণ শত্রুতা

অতি চালাকের গলায় দড়ি-বেশি চাতুর্যের পরিণাম

অন্ধকার দেখা-দিশেহারা হয়ে পড়া

অতি লোভে তাঁতি নষ্ট-লোভে ক্ষতি

অমাবস্যার চাঁদ**-দুর্লভ বস্তু

অদৃষ্টের পরিহাস-বিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতা

অনুরোধে ঢেঁকি গেলা-অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া

*সমার্থক বাগধারা : দা-কুমড়া সম্পর্ক

**সমার্থক বাগধারা : ডুমুরের ফুল

***সমার্থক বাগধারা : সখাত সলিলে

আকাশ কুসুম-অসম্ভব কল্পনা

আকাশের চাঁদ হাতে পাওয়া-দুর্লভ বস্তু প্রাপ্তি

আকাশ পাতাল-প্রভেদ, প্রচুর ব্যবধান

আদায় কাঁচকলায়-শত্রুতা

আকাশ থেকে পড়া-অপ্রত্যাশিত

আদা জল খেয়ে লাগা-প্রাণপণ চেষ্টা করা

আকাশের চাঁদ-আকাঙ্ক্ষিত বস্তু

আক্কেল গুড়ুম-হতবুদ্ধি, স্তম্ভিত

আগুন নিয়ে খেলা-ভয়ঙ্কর বিপদ

আমড়া কাঠের ঢেঁকি-অপদার্থ

আগুনে ঘি ঢালা-রাগ বাড়ানো

আকাশ ভেঙে পড়া-ভীষণ বিপদে পড়া

আঙুল ফুলে কলাগাছ-অপ্রত্যাশিত ধনলাভ

আমতা আমতা করা-ইতস্তত করা, দ্বিধা করা

আঠার আনা-সমূহ সম্ভাবনা

আটকপালে*-হতভাগ্য

আদায় কাঁচকলায়-তিক্ত সম্পর্ক

আঠার মাসের বছর-দীর্ঘসূত্রিতা

আহ্লাদে আটখানা-খুব খুশি

আলালের ঘরের দুলাল

অতি আদরে নষ্ট পুত্র

আক্কেল সেলামি-নির্বুদ্ধিতার দণ্ড

আকাশে তোলা-অতিরিক্ত প্রশংসা করা

আঙুল ফুলে কলাগাছ-হঠাৎ বড়লোক

আষাঢ়ে গল্প-আজগুবি কেচ্ছা

সমার্থক বাগধারা : ইঁদুর কপালে

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "ব্যাংক জব নিয়োগ পরীক্ষা বাংলা বাগধারা"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved