ব্যাংক জব নিয়োগ পরীক্ষা -> বাংলা -> বাক্য

বাক্য থেকে বিসিএস প্রিলিমিনারিতে বিগত বছরে প্রশ্ন এসেছে।

বাংলা ব্যাকরন থেকে বিসিএস প্রিলিমিনারিতে সর্বোচ্চ ১৫ নম্বর থাকবে ।

অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও বাক্য থেকে থেকে প্রশ্ন আসতে পারে।

খ) নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তর

নেতি : তারা যাবে না কোথাও।

অস্তি : তারা এখানেই থাকবে।

নেতি : কারো মুখে কোন কথা সরে না।

অস্তি : প্রত্যেকেই নীরব হয়ে থাকে।

নেতি : সেখানে কেউ নেই।

অস্তি : জায়গাটা নির্জন।

নেতি : কথাটা না মেনে উপায় নেই।

অস্তি : কথাটা মানতেই হয়।

নেতি : তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না।

অস্তি : অচিরেই তাদের ভুল ভাঙে।

নেতি : সন্দেহ থাকে না যে তুলসী গাছটার যত্ন নিচ্ছে কেউ।

অস্তি : এটা নিশ্চিত যে তুলসী গাছটার যত্ন নিচ্ছে কেউ।

নেতি : সে একটু বিস্মিত না হয়ে পারে না।

অস্তি : তাকে একটু বিস্মিত হতেই হয়।

নেতি : গাছটি উপড়ানোর জন্যে কারো হাত এগিয়ে আসে না।

অস্তি : গাছটি উপড়াতে সবার হাত নিষ্ক্রিয় থাকে।/সবাই গাছটি উপড়াতে নিষ্ক্রিয় থাকে।

নেতি : হয়তো তার যাত্রা শেষ হয় নাই।

অস্তি : হয়তো তার যাত্রা এখনো চলছে।

নেতি : হিন্দু রীতিনীতি এদের তেমন ভাল জানা নেই।

অস্তি : হিন্দু রীতিনীতি এদের কাছে অনেকটাই অজানা।

নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর

নেতি : ওকে চেনাই যায় না।

অস্তি : ওকে চিনতে আমরা অক্ষম।

নেতি : এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না।

অস্তি : এ অবস্থায় সবাই সবাইকে চিনতে অক্ষম।

নেতি : এ কথা ভুলেও ভাবি নি কোনদিন।

অস্তি : এ কথা সবসময়ই আমার ভাবনার অতীত ছিল।

নেতি : ওদের কাউকে পাওয়া যায় নি।

অস্তি : ওর সবাই নিখোঁজ।

নেতি : আমরা বাধা দিতে পারলাম না।

অস্তি : আমরা বাধা দিতে অক্ষম ছিলাম।

নেতি : আমরা নড়লাম না।

অস্তি : আমরা অনড় থাকলাম।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline