ব্যাংকের-আমানত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1677
16761. শুভ ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছে?
- চলতি হিসাব
- বিমা সঞ্চয়ী হিসাব
- সঞ্চয়ী হিসাব
- স্থায়ী হিসাব
16762. শুভ‘র হিসাব থেকে প্রাপ্ত সুবিধাগুলো হলো-
- অধিক হারে সুদ প্রাপ্তি
- ঝুঁকি অপেক্ষাকৃত কম
- অনলাইন ব্যাংকিং সুবিধা
A,B
16763. ব্যাংকের প্রধান কাজ হল বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানতকারীদের অর্থ জমা রাখা এবং তাদের উত্থাপিত চেকের অর্থ প্রদান করা। এরূপ লেনদেনের জন্য ব্যাংক তার প্রত্যেক আমানতকারীর নামে কী করে?
- যৌথ হিসাব খুলে
- হিসাব খুলে
- পৃথক পৃথক হিসাব খুলে
- সুদ প্রদান করে
16764. ব্যাংক হিসাব কাদের মধ্যে সম্পর্কের ভিত্তিস্বরূপ?
- ব্যাংকার ও গ্রাহকের
- ব্যাংকার ও ব্যবসায়ীদের
- ঋণগ্রহীতা ও ব্যাংকারের
- আমানতকারী ও ঋণদাতার
16765. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কোন ধরণের প্রতিষ্ঠানকে সভার সিদ্ধান্তের কপি জমা দিতে হয়?
- একমালিকানা
- কোনম্পানি
- অংশীদারি
- সমবায়
16766. তিন ধরনের ব্যাংক হিসাব ছাড়াও আরও কত ধরনের ব্যাংক হিসাবে প্রচলন আছে?
- 4
- 5
- 6
- 7
16767. ব্যাংক হিসাব জনসাধারণের সঞ্চয়ে উদ্বুদ্ধ করার পাশাপাশি কিসে বিরাট অবদান রাখে?
- অর্থনৈতিক উন্নয়নে
- সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায়
- মিতব্যয়িতা অর্জনে
- জাতীয় মূলধন গঠনে
16768. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের –
- প্লাস্টিক কার্ড
- ্ি্ি্িািইালেকট্রনিক প্লাস্টিক কার্ড
- ইস্পাত বিশিষ্ট কার্ড
- কাগজের কার্ড
16769. আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে বা তার কোনো পাওনা হলে ব্যাংক উক্ত হিসাবে কী করে?
- অর্থ যোগ বা ক্রেডিট করে
- বিয়োগ বা ডেবিট করে
- ডেবিট ক্রেডিট উভয় করে
- যোগ বা বিয়োগ কোনোটিই করে না
16770. চেকের উল্টো পৃষ্ঠায় প্রাপককে কয়টি স্বাক্ষর প্রদান করতে হয়?
- ২ টি
- ৩ টি
- ৪ টি
- ১ টি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকের-আমানত - এসএসসি-finance-banking-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1677"