ব্যাংকের-আমানত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1674
16731. SMS-এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করলে তাকে কী বলা হয়?
- কল সেন্টার
- ফোন ব্যাংকিং
- SMS ব্যাংকিং
- ইন্টারনেট ব্যাংকিং
16732. ব্যাংকে হিসাব খোলার উদ্দেশ্য কী?
- ঝুঁকিবিহীন লেনদেন
- ঋণের সুযোগ
- নিরাপদ সংরক্ষণ
- মিতব্যয়িতা অর্জন
16733. ব্যাংকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য ও গুরুত্ব হল-
- চলতি ও সঞ্চয়ী হিসাব
- স্কুল ও বিমা সঞ্চয়ী হিসাব
- দেশীয় ও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ী হিসাব
16734. আমানতকারী উদ্বৃত্ত অর্থ ব্যাংকে নিরাপদে সংরক্ষণ করা ব্যাংকের একটি-
- গুরুত্বপূর্ণ কাজ
- অন্যতম কাজ
- গুরুত্বপূর্ণ উদ্দেশ্য
- অন্যতম উদ্দেশ্য
16735. হিসাবের মালিক নিজেই প্রাপক হলে চেকে প্রাপকের স্থানে কোন কথাটি উল্লেখ করতে হয়?
- বাহককে
- নিজ
- স্বয়ং
- আমিই
16736. কোন ধরনের প্রতিষ্ঠান ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে পারে?
- শিক্ষা প্রতিষ্ঠান
- শিল্প কারখানা
- সি / এ ফার্ম
- ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান
16737. কোনটির মাধ্যমে ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে?
- প্রত্যয়পত্র
- ব্যাংক হিসাব
- চেক
- ব্যাংক ড্রাফট
16738. মাহবুব সাহেব রঙ ডিপার্টমেন্টাল স্টোর থেকে পণ্য কিনে ব্যাংক হিসাবে অর্থ না থাকা সত্ত্বেও তার বিল পরিশোধ করে দিয়ে আসলো। এটি কী ভাবে সম্ভব হলো?
- ক্রেডিট কার্ডের মাধ্যমে
- ডেবিট কার্ডের মাধ্যমে
- ফোনের মাধ্যমে
- চেকের মাধ্যমে
16739. বর্তমানে ব্যাংক পাস বইয়ের ব্যবহার দ্রুত হ্রাস পাওয়ার কারণ কী?
- কম্পিউটার প্রযুক্তির ব্যবহার
- আধুনিক পন্থার ব্যবহার
- হিসাববিজ্ঞানের আধুনিক ব্যবহার
- পাস বইয়ের বিকল্প ব্যবহার
16740. গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় ব্যাংক কয় ধরনের হিসাব খোলার সুযোগ প্রদান করে থাকে?
- নমুনাপত্র সংগ্রহ
- চেক বই সংগ্রহ
- আবেদনপত্র সংগ্রহ
- দলিলাদি সংগ্রহ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকের-আমানত - এসএসসি-finance-banking-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1674"