ব্যাংকের-আমানত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-11 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1681
16801. বিপদমুক্ত টাকা বিনিয়োগের স্থান কোনটি?
- ব্যবসায়
- শেয়ারবাজার
- ব্যাংক
- বেসরকারি প্রতিষ্ঠান
16802. ব্যাংক কর্তৃক আমানতকারীকে প্রদত্ত একটি ছোট হিসাবের বই হল-
- ব্যাংক পাস বই
- চেক বই
- জমার বই
- সঞ্চয় বই
16803. কার্ডের বৈশিষ্ট্য কোনটি?
- এটি আসলে এক ধরনের ব্যক্তিগত ঋণ
- আন্তর্জাতিকভাবে কার্য ব্যবহার সম্ভব
- ব্যাংক হিসাবে টাকা থাকা সাপেক্ষে উত্তোলন সম্ভব
- এক প্রকার পানি ও অগ্নিরোধক কার্ড
16804. সহজে লেনদেনের জন্যে গ্রাহক ব্যাংকের কোন বিষয়ে বেশি গুরুত্ব দিবে?
- ব্যাংকের দক্ষতা
- ব্যাংকের কার্যাবলি
- ব্যাংকের অবস্থান
- ব্যাংকের মুনাফা
16805. ঋণদানের ক্ষেত্রে গ্রাহকের নামে ঋণ হিসাব খুলে ব্যাংক ঐ হিসাবে ঋণের টাকা স্থানান্তর করে। ফলে ঋণ থেকে কী সৃষ্টি হয়?
- সম্পত্তির
- দায়ের
- আমানতের
- মূলধনের
16806. ব্যাংক হিসাব খোলার মাধ্যমে কে বৈদেশিক বাণিজ্যে প্রয়োজনীয় সহযোদিতা লাভ করে?
- ব্যাংক
- বিনিয়োগকারী
- আদিষ্ট
- ব্যাংক ব্যবস্থাপক
16807. ব্যাংকিং লেনদেন ফোনের মাধ্যমেও করা সম্ভব কীভাবে?
- এনি ব্রাঞ্চ ব্যাংকিং – এর মাধ্যমে
- কল সেন্টারের মাধ্যমে
- ইন্টানেট ব্যাংকিং – এর মাধ্যমে
- ফোন ব্যাংকিং – এর মাধ্যমে
16808. চলতি ও সঞ্চয়ী হিসাবের মধ্যে মূল পার্থক্য কী?
- উদ্দেশ্যগত
- ধরনগত
- উপযোগিতাগত
- প্রাথমিক আমানতগত
16809. স্থায়ী হিসাবে সুদের হারে তারতম্য হয় কী অনুসারে?
- টাকার পরিমাণ অনুসারে
- জমার মেয়াদ অনুসারে
- জমার উদ্দেশ্য অনুসারে
- বিভিন্ন ব্যাংকভেদে
16810. ব্যাংক যে ক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে তাকে বলে-
- বাহক চেক
- হুকুম চেক
- দাগহীন চেক
- দাগকাটা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকের-আমানত - এসএসসি-finance-banking-11 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1681"