ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1807
18061. বাংলাদেশের সাতজন প্রতিষ্ঠিত ও সুধী সমাজের ব্যক্তি একটি নতুন ব্যাংক প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু ব্যাংকটি কোন জায়গায় স্থাপন করলে জনগণকে বেশি সেবা প্রদানের সাথে সাথে অধিক মুনাফা অর্জন করা যাবে তা নিয়ে তারা খুবই চিন্তিত । অবশেষে যে কোনো শিল্প ও বাণিজ্য কেন্দ্রে ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিলেন।উদ্দীপকের উদ্যোক্তাগণ ব্যাংকের কোন নীতি নিয়ে চিন্তিত?
- স্বচ্ছলতার নীতি
- অবস্থানের নীতি
- সেবার নীতি
- সুষ্ঠু বিনিয়োগের নীতি
18062. তারা কোন দৃষ্টিকোণ থেকে শিল্প ও বাণিজ্য কেন্দ্রে ব্যাংক স্থাপনের সিদ্ধান্ত নিলেন?
- প্রাকৃতিক
- সামাজিক
- ব্যবসায়িক
- রাজনৈতিক
18063. দেশের বেকারত্ব দূর করা কার কাজ?
- বাণিজ্যিক ব্যাংকের
- সরকারের
- শিল্পপতির
- ব্যাংকারের
18064. ব্যাংক কিসের মাধ্যমে বাজারে সুনাম বৃষ্টি করে?
- উন্নত ও চৌকস ব্যবস্থাপনা
- দক্ষ ও নিপুণ পরিচালনা
- গোপনীয়তা রক্ষা ও সেবামূলক কাজ
18065. দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত হল-
- ব্যাংকের ওপর বিনিয়োগকারীর আস্থা
- ব্যাংকের ওপর সরকারের আস্থা
- ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা
- ব্যাংকের ওপর ব্যবসায়ীদের আস্থা
18066. রাজশাহীর কোন অঞ্চলের রেশম উৎপাদন কার্যক্রমে কোন ধরনের ব্যাংক নিয়োজিত?
- দেশি ব্যাংক
- ভোক্তাদের ব্যাংক
- জাতীয় ব্যাংক
- আঞ্চলিক ব্যাংক
18067. কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংক ব্যাংক ব্যবসায়ের-
- মুরুব্বী
- পরিচালক
- নিয়ন্ত্রক
A,B,C
18068. জনাব আকাশ যে প্রতিষ্ঠানে চাকুরি করেন সেখানে সর্বনিম্ন পরিচালক ২ জন এবং সর্বোচ্চ ১৩ জন। জনাব আকাশ কোন কোম্পানিতে কর্মরত আছেন?
- সমবায় সমিতিতে
- অংশীদারি কোম্পানিতে
- পাবলিক লি: কোম্পানিতে
- প্রাইভেট লি: কোম্পানি
18069. কোন ব্যাংক দেশের সীমানায় থেকে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে?
- আন্তর্জাতিক ব্যাংক
- আঞ্চলিক ব্যাংক
- একক ব্যাংক
- জাতীয় ব্যাংক
18070. বাংলাদেশে কত সালে স্কুল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল?
- ১৮৬০ সালে
- ১৯৬০ সালে
- ১৯৭০ সালে
- ১৮৭০ সালে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যাংকিং-ব্যবসা-ও-তার-ধরন - এসএসসি-finance-banking-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1807"