ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1377
13761. বেসিক ব্যাংক কোন ধরনের ঋণ দিয়ে থাকে?
- স্বল্পমেয়াদী ঋণ
- মধ্যমেয়াদী ঋণ
- দীর্ঘমেয়াদী ঋণ
- অতি স্বল্পমেয়াদী ঋণ
13762. কোনটির মাধ্যমে প্রতিষ্ঠনের সকলে মিলেমিশে একটি দলে পরিণত হয়?
- নির্দেশনা
- প্রেষণাদান
- সমন্বয়সাধন
- নিয়ন্ত্রণ
13763. কোন ধরনের নেতাকে অধস্তনরা সম্মান করে?
- দৈহিক সামর্থ্যবান
- প্রখর ব্যক্তিত্বের অধিকারী
- সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন
- অভিজ্ঞতাসম্পন্ন
13764. ব্যবস্থাপনার প্রধান কাজ কী?
- পরিকল্পনা
- সংগঠন
- নিয়ন্ত্রণ
- প্রেষণা
13765. ব্যবস্থাপনা একটি কৌশল যার মধ্যে বিদ্যমান-
- লক্ষ্যার্জনের প্রক্রিয়া বা কৌশল
- প্রাতিষ্ঠানিক উপকরণাদির কার্যকর ব্যবহার নিশ্চিত করা
- সমন্বিত কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কিত
A,B,C
13766. ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ সম্পর্কে যথোপযুক্ত উক্তি হলো-
- ত্রুটি-বিচ্যুতি নির্ণয় করা
- সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
- প্রতিষ্ঠানের উপাদান সমূহের সমন্বয় সাধন
A,B,C
13767. যে নেতৃত্ব নেতার চেয়ে নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ সে নেতৃত্বকে কী বলে?
- স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
- মুক্ত নেতৃত্ব
- গণতান্ত্রিক নেতৃত্ব
- আমলাতান্ত্রিক নেতৃত্ব
13768. ব্যবসায়ের অর্থ সংগ্রহের জন্য প্রধান উৎস কোনটি?
- বাণিজ্যিক ব্যাংক
- বিশেষায়িত ব্যাংক
- বেসরকারি উন্নয়ন সংস্থা
- সমবায় ব্যাংক
13769. ব্যবসায়ের অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
- প্রেষণা দান
- কর্মী বাহিনী
- সমন্বয় সাধন
- নেতৃত্ব দান
13770. ব্যবস্থাপনা হলো-
- পূর্বানুমান ও পরিকল্পনা
- সংগঠিতকরণ ও নির্দেশনা
- সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-প্রতিষ্ঠানের-ব্যবস্থাপনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1377"