ব্যবসায়-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1253
12521. আইনগত পরিবেশে বেশকিছু উপাদান-
- আধুনিক
- যুগোপযোগী
- চাহিদাসম্পন্ন
A,B
12522. প্রজনন শিল্পের অন্তর্গত-
- তুলা থেকে বস্ত্র তৈরি
- নার্সারি তৈরি
- হ্যাচারিতে পণ্য উৎপাদন
A,B,C
12523. ভূগর্ভ, পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করাকে কী বলে?
- উৎপাদন শিল্প
- সেবা শিল্প
- নিষ্কাশন শিল্প
- প্রজনন শিল্প
12524. মুদ্রার প্রচলন শুরু হয় কোন কর্মকান্ডের ব্যর্থতার জন্য ?
- পণ্য উৎপাদন
- পণ্য উন্নয়ন
- পণ্য বিনিময়
- পণ্য বন্টন
12525. ব্যবসায়ের মাধ্যমে সহজ হয়-
- সম্পদের যথাযথ ব্যবহার
- দেশের অর্থনৈতিক উন্নয়ন
- তেল ও গ্যাস উত্তোলন
A,B
12526. রতন ফরমালিন মিশ্রিত ফল বিক্রি করে। এটি কোন ধরণের কর্মকান্ড?
- অনৈতিক কর্মকান্ড
- সেবামূলক কর্মকান্ড
- জনকল্যাণমূলক কর্মকান্ড
- মুনাফাজাতীয় কর্মকান্ড
12527. রাজনৈতিক পরিবেশের উপাদান কয়টি?
- ৮ টি
- ৬ টি
- ৪ টি
- ২ টি
12528. ঢাকার মিরপুরের বাসিন্দা সালেহা বেগম বংশানুক্রমিকভাবে বেনারসি হাউসের পরিচালনাকারী। এটি কোন পরিবেশের উপাদান?
- প্রাকৃতি পরিবেশ
- সামাজিক পরিবেশ
- অর্থনৈতিক পরিবেশ
- আইনগত পরিবেশ
12529. গ্যাস, বিদ্যুৎ, পানি, হেস্টেল, রেস্টুরেন্ট প্রৃভৃতি উৎাদন ও সরবরাহ কাজে নিয়োজিত কোন শিল্প?
- উৎপাদন শিল্প
- সেবা শিল্প
- নির্মাণ শিল্প
- প্রজনন শিল্প
12530. যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে কোন শিল্প বলে?
- নিষ্কাশন
- নির্মাণ
- উৎপাদন
- সেবা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-পরিচিতি - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1253"