ব্যবসায়-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1261
SSC-ব্যবসায় উদ্যোগ-1-কুইজ | 12601. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সম্ভব হয়?
- ডাক্তারি সেবা প্রদান
- অর্থনৈতিক উন্নয়ন
- আইন প্রণয়ন
- সামাজিক কাঠামোর পরিবর্তন
12602. ক্ষুদ্র বন্দর বলতে বোঝায়-
- Porto Grando
- Porto Graham
- Porto Piqueno
- Porto Phonetic
12603. ব্যবসায়ের মধ্য যুগের নিদর্শণ নয় কোনটি?
- ঝিনুক মুদ্রার
- ধাতব মুদ্রা ব্যবহার
- ব্যাংক ও বিমা
- পাথর ব্যবহার
12604. পণ্য বিনিময় কোন ধরণের বাধা দূর করে?
- স্বত্বগত
- স্থানগত
- সময়গত
- অর্থগত
12605. খুচরা ব্যবসায় কোন ধরণের বাণিজ্য?
- অভ্যন্তরীণ
- বৈদেশিক
- ভৌগলিক
- রাজনৈতিক
12606. বাণিজ্য ব্যবসায়ের কী ধরণের শাখা?
- পণ্য উৎপাদনকারী
- পণ্য বন্টনকারী
- পণ্য সংরক্ষণকারী
- পণ্য প্রচারকারী
12607. ইশতিয়াক মাদকদ্রব্য বিক্রয় করে বিত্তশালী হয়েছেন। তার কাজটি ব্যবসায় বহির্ভূত হওয়ার প্রধান কারণ হলো-
- ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান
- বিক্রয়ের অভিপ্রায়
- আইনগত বৈধতার অভাব
- লেনদেনের পৌনঃপুনিকতার অভাব
12608. কোনটি প্রাকৃতিক পরিবেশের আওতাভুক্ত?
- সঞ্চয়
- বিনিয়োগ
- মূলধন
- জলবায়ূ
12609. বাণিজ্যের বিভিন্ন কর্মকান্ডকে কী বলে অভিহিত করা হয়?
- ব্যবসায় টু ব্যবসায়
- বাণিজ্য টু বাণিজ্য
- শিল্প টু শিল্প
- ব্যবসায় টু বাণিজ্য
12610. উৎপাদন প্রক্রিয়াকে সহজতর করে কোনটি?
- স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ
- প্রযুক্তিগত উন্নয়ন
- অনুকূল শিল্পনীতি
- কাঁচামালের সহজলভ্যতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC-ব্যবসায় উদ্যোগ-1-কুইজ- 1261"