ব্যবসায়-পরিচিতি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1250
ব্যবসায় পরিচিতি | 12491. পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করার কারণ কী?
- এক সময়ের পণ্য অন্য সময়ে ব্যবহার করা
- যথাসময়ে পণ্য ভোক্তাদের নিকট পৌছানো
- এক স্থানের পণ্য অন্য স্থানে সময়মতো প্রেরণের ব্যবস্থা
- পণ্যকে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা
12492. শিল্প বিপ্লব ও বিভিন্ন শিল্পকারকানার বিকাশ ঘটে কোন যুগে?
- প্রাচীন যুগে
- মধ্যযুগে
- আধুনিক যুগে
- অত্যাধুনিক যুগে
12493. ব্যবসায়ের ক্ষেত্রে তথ্যগত বাধা দূর করা যায় কোনটির মাধ্যমে?
- পণ্য বিনিময়
- পরিবহন
- ব্যাংকিং
- বিজ্ঞাপন
12494. উক্ত পরিবেশের উন্নয়নে করণীয় হতে পারে-
- উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ
- কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন
- সবার জন্যে শিক্ষা নিশ্চিতকরণ
B,C
12495. অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত বিভিন্ন প্রকার সেবাকর্মকে কী বলে?
- ব্যবসায়
- বাণিজ্য
- প্রত্যক্ষ সেবা
- বিমা
12496. নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
- মূলধন
- জলবায়ূ
- ভূমি
- সরকার
12497. কাগজি মুদ্রার প্রচলন ব্যবসায়ের কোন যুগ থেকে শুরু হয়?
- মধ্য
- আধুনিক
- প্রাচীন
- মধ্য-পূর্ব
12498. পরিবহন কোন ধরনের বাঁধাকে দূর করে?
- স্বত্বগত
- স্থানগত
- অর্থগত
- ঝুঁকিগত
12499. কোন অবস্থা কাটাতে পারলে বাংলাদেশ ব্যবসায় বাণিজ্যের বিকাশে আরও অগ্রসর হতে পারবে?
- প্রশাসনিক জটিলতা
- দালালদের হয়রান
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
A,B,C
12500. কোনটির মাধ্যমে গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটানো যাবে?
- কাঁচামালের সদ্ব্যবহার
- মূলধনের প্রাচুর্যতা
- ব্যবসায়
- সামাজিক কর্মকান্ড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "ব্যবসায় পরিচিতি - এসএসসি ব্যবসায় উদ্যোগ"