ব্যবসায়-পরিকল্পনা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1359
13581. একটি প্রকল্পের নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন-
- ব্যষ্টিক নির্বাচন
- ভৌগলিক নির্বাচন
- সামষ্টিক নির্বাচন
A,C
13582. অংশীদারি ব্যবস্থাপনার অন্য নাম কী?
- একক ব্যবস্থাপনা
- যৌথ ব্যবস্থাপনা
- স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা
- গণতান্ত্রিক ব্যবস্থাপনা
13583. একটি ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনায় কয়টি গাইডলাইন অনুসরণ করতে হয়?
- ৫টি
- ৬টি
- ৭টি
- ৮টি
13584. অর্থনীতিতে একটি প্রকল্পের অবদান যাচাই করার মাপকাঠি হলো-
- কর্মসংস্থানের সুযোগ
- আনুমানিক লাভ
- জাতীয় কোষাগারে কর প্রদানের পরিমাণ
A,C
13585. ব্যবসায় পরিকল্পনা একটি ব্যবসায় প্রতিষ্ঠানের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
- উদ্যোক্তা সৃষ্টি করে
- ভবিষ্যতের ঝুঁকি পরিহারের কৌশল নির্ধারণ করে
- ব্যর্থতার সম্ভাবনাকে হ্রাস করে
B,C
13586. ব্যবসায় পরিচালনার ধরন হতে পারে কোনটি?
- অংশীদারি
- হোল্ডিং
- সাবসিডিয়ারি
- শেয়ারভিত্তিক
13587. রফিক সাহেব একজন ইঞ্জিনিয়ার। তিনি বিল্ডিং তৈরির পূর্বে নীল নকশা প্রণয়ন করেন। এটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত?
- পরিকল্পনা
- নিয়ন্ত্রণ
- নির্দেশনা
- সংগঠন
13588. শিল্পোদ্যোক্তা কার সাহায্য নিয়ে ব্যবসায় পরিকল্পনা প্রস্তুত করতে পারে?
- সরকারের
- ব্যবস্থাপকের
- বিশেষজ্ঞের
- সংগঠকের
13589. রেজওয়ান তার ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে সরকারি সহায়তা গ্রহণ করতে চান। সরকারি সুবিধা পেতে তার কোনটি সুবিধা হবে?
- ব্যবসায় পরিকল্পনা
- ব্যাংক ঋণ
- বিদেশি ঋণ
- বাণিজ্যিক আইন
13590. বাংলাদেশের মানুষ জীবন নির্বাহের মান বিবেচনায় নিচের কোন প্রকল্পটি অধিকতর উপযোগী?
- বিলাসবহুল গাড়ি নির্মাণ প্রকল্প
- বিলাসবহুল প্রমোদ তরী নির্মাণ প্রকল্প
- বস্ত্র তৈরি প্রকল্প
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-পরিকল্পনা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1359"