ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1293
12921. জনাব রিপন আল মোজাদ্দেদের একজন-
- উদ্যোক্তা
- ম্যানেজার
- সমাজপতি
- শিল্পপতি
12922. একজন সফল উদ্যোক্তা দক্ষতার পরিচয় দেন-
- বস্তুগত সম্পদ ব্যবহারে
- জনসম্পদ ব্যবহারে
- জাতীয় সম্পদ ব্যবহারে
A,B
12923. নিচের কোনটি দ্বারা আমিনুলের কাহিনির আমিনুল ধীরে ধীরে ব্যবসায়ের সুনাম ছড়ায়?
- কঠোর পরিশ্রম
- দক্ষ সেবা
- সততা
A,B
12924. বাঁশ বা বেতের তৈরি জিনিসের ব্যবসায়ের সাথে সাথে কোনো ব্যক্তির নতুন ধরণের বেতের চেয়ার তৈরির পদক্ষেপকে কী বলা হয়?
- উদ্যোগ
- উদ্যোক্তা
- ব্যবসায় উদ্যোগ
- ব্যবসায় উদ্যোক্তা
12925. নিচের কোনটি ব্যবসায় উদ্যোগমূলক কার্যক্রম?
- বিনোদনের উদ্দেশ্যে গান করা
- জনসেবার উদ্দেশ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ
- শিক্ষকতার মাধ্যমে অর্থ উপার্জন
- লাভের আশায় ঝুঁকি থাকা সত্বেও মৎস চাষ
12926. প্রশিক্ষণ প্রদানের জন্য নিচের কোনটি গ্রহণ করতে হবে?
- কর্মসূচী
- প্রকল্প
- পরিকল্পনা
- খ+গ
12927. শিল্প কারখানা স্থাপন, পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে দেশে কী সৃষ্টি হয়?
- সম্পদ
- কর্মসংস্থান
- মূলধন
- উন্নয়ন
12928. লাভের আশায় কী নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাকে ব্যবসায় উদ্যোগ বলে?
- সম্পদ
- শ্রমিক
- ঝুঁকি
- জমি
12929. পরিবারের সদস্যরা ইশতা আক্তারকে মোবাইল ব্যবসায় সম্পর্কে সতর্ক করল কেন?
- জ্ঞান না থাকার কারণে
- পর্যাপ্ত মূলধন না থাকার জন্য
- ঝুঁকি বেশি থাকার কারণে
- পর্যাপ্ত লোকবলের অভাবের কারণে
12930. সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়-
- নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে
- বেকার জনগণের প্রশিক্ষণের মাধ্যমে
- মুনাফা অর্জনের মাধ্যমে
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1293"