ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1289
12881. একজন উদ্যোক্তা-
- নতুন ধারণার উদ্ভাবন করেন
- আবিষ্কৃত ধারণাকে কাজে প্রয়োগ করেন
- উদ্ভাবন ও প্রয়োগের সমন্বয়সাধন করেন
12882. ব্যবসায় উদ্যোগ ও ব্যবসায় উদ্যোক্তার সাথে শব্দ দুটির একটি অন্যটির সাথে সম্পর্ক কেমন?
- আংশিক জড়িত
- পরিপূরক
- অঙ্গাঙ্গিভাবে জড়িত
- সমর্থক
12883. আমাদের দেশে ব্যাপকভাবে কোনটির অভাব রয়েছে?
- সুপরিকল্পনা গ্রহণের
- শ্রমিকের
- কাঁচামালের
- অর্থের
12884. কারা শিল্প উদ্যোগের নব নব দিগন্ত উন্মোচন করেন?
- উদ্যোক্তারা
- ব্যবসায়ীরা
- ব্যবস্থাপকরা
- ভোক্তারা
12885. একজন উদ্যোক্তা প্রথমত কোন কাজটি করে থাকেন?
- বেকার সমস্যার সমাধান করেন
- যোগ্য কর্মী নির্বাচন করেন
- বিরাজমান সুযোগ-সুবিধা চিহ্নিত করেন
- সরকারের সহায়তা নেন
12886. যেকোন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে অন্যতম বাধা কোনটি?
- রাজনৈতিক অস্থিরতা
- সামাজিক অস্থিরতা
- আর্থিক প্রতিষ্ঠানের পর্যাপ্ততা
- মূলধনের অভাব
12887. নিচের কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়?
- আত্মবিশ্বাস
- উদ্ভাবনী ক্ষমতা
- পুঁজি সংগ্রহের দক্ষতা
- ঝুঁকি এড়ানোর মানসিকতা
12888. উদ্যোক্তার গুণাবলি হলে-
- আত্মবিশ্বাস স্বাধীনচেতা উদ্যমী
- সাহসী অধ্যবসায়ী সৃজনশীল
- বয়স
A,B
12889. উদ্যোক্তারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন কী উদ্দেশ্যে?
- ভবিষ্যতে সফলভাবে ব্যবসায় পরিচালনার জন্যে
- ভবিষ্যতে কম ভুল হবে সেজন্যে
- ভবিষ্যতে ব্যবসায়ের উন্নতির জন্যে
- নিজেকে সংশোধন ও আত্মউন্নয়ন করার জন্যে
12890. উদ্যোক্তা জন্মগতভাবে কোন গুণের অধিকারী হন?
- নমনীয়তা গুণের
- ব্যক্তিগত গুণের
- সামাজিক গুণের
- সৃজনশীল গুণের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2 -"