ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1297
12961. আজম অষ্টম শ্রেণিতে পড়ে। সে ভবিষ্যতে উদ্যোক্তা হতে চায়। এক্ষেত্রে কোন ধরণের শিক্ষা তাকে সহায়তা করতে পারে?
- সাধারণ শিক্ষা
- বৃত্তিমূলক শিক্ষা
- মুখস্তনির্ভর শিক্ষা
- তাত্বিক শিক্ষা
12962. বাংলাদেশের বাইরের শিল্পোদ্যোক্তারা হলেন-
- হেনরি ফোর্ড
- কনোকে ম্যাটসুসিটা
- স্যামসন এইচ চৌধুরী
A,B
12963. ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানী ?
- বাংলাদেশ
- আর্জেন্টিনা
- জাপান
- জার্মান
12964. আলম সাহেব একটি গার্মেন্টের মালিক। তার ব্যবসায়ে বিরূপ প্রভাব রাখবে-
- অর্থনৈতিক অস্থিরতা
- রাজনৈতিক অস্থিরতা
- কাঁচামালের সহজলভ্যতা
A,B
12965. নতুন নতুন শিল্প স্থাপনের ফলে নিচের কোনটি বৃদ্ধি পায়?
- আয়
- ব্যয়
- বিনিয়োগ
- দক্ষতা
12966. মি. শাহাবুদ্দিন একজন সফল উদ্যোক্তা। তিনি কাগজ শিল্পের মাধ্যমে দেশের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তার কর্মকান্ডে প্রকৃত জাতীয় উৎপাদন ও আর্ন বৃদ্ধিতে সহায়তা করে।মি. শাহাবুদ্দনের কর্মকান্ডে কীভাবে প্রকৃত জাতীয় উৎপাদন ও আর্ন বৃদ্ধি পায়?
- প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে
- দেশে শিল্প ও ব্যবসায় সম্প্রসারণ করে
- অধিক হারে মূলধন বিনিয়োগ করে
- ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে
12967. মি.শাহাবুদ্দিনের মতো উদ্যোক্তা দেশের উন্নয়নে-
- নতুন নতুন শিল্প ও ব্যবসায় প্রতিষ্ঠা করেন
- প্রকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করেন
- কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন
A,B,C
12968. সফল উদ্যোক্তার চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
- ব্যবসায়ক লক্ষ্য অর্জনে বিরামহীন শ্রম দেওয়া
- কাজে সাফল্য অর্জনের তীব্র আকাঙ্খা
- অন্যের ওপর প্রভাব বিস্তারের প্রচেষ্টা চালানো
- পরিবর্তিত পরিস্থিতির বিপক্ষে চলা
12969. যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠার জন্যে কোনটি অপরিহার্য?
- শ্রমিক
- মূলধন
- কাঁচামাল
- সংগঠন
12970. আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের অবদান কী কী?
- দক্ষ মানবসম্পদ সৃষ্টি
- পরনির্ভরশীলতা দূরীকরণ
- জাতীয় উৎপাদন ও আর্ন বৃদ্ধি
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1297"