ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1296
12951. কোনটি উদ্যোক্তার গুণ?
- কৃতিত্ব অর্জনের আকাঙ্খা
- চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা
- ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহনের মানসিকতা
A,B,C
12952. যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে প্রয়োজন-
- পরিশ্রম
- ইচ্ছা
- কর্ম প্রচেষ্টা
A,B,C
12953. উদ্যোক্তা কোন ধরণের কাজ করতে বিশেষ আনন্দ পান?
- চ্যালেঞ্জমূলক
- সৃজনশীল
- উন্নয়নমূলক
- ঝুঁকিপূর্ণ
12954. জাতীয় আর্ন বৃদ্ধিতে সাহায্য করে কারা?
- উদ্যোক্তা
- পরিচালক
- ব্যবস্থাপক
- শ্রমিক
12955. যে কোন কাজের কর্ম প্রচেষ্টাই-
- ব্যবসায় উদ্যোগ
- ব্যবসায় ব্যবস্থাপনা
- উদ্যোক্তা
- উদ্যোগ
12956. উদ্যোক্তা কেন আরাম-আয়েশ পরিত্যাগ করেন?
- ব্যক্তিগত কারণে
- অর্থনৈতিক কারণে
- লক্ষ্য অর্জনে
- মুনাফার আশায়
12957. নাটক আয়োজন একটি-
- কষ্টসাধ্য কাজ
- সৃজনশীল কাজ
- চাঞ্চল্যকর কাজ
A,B
12958. ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের অনিশ্চয়তাকেই ব্যবসায়ের কী বলে গণ্য করা হয়?
- কৃতিত্ব
- সাহস
- উদ্যম
- ঝুঁকি
12959. কোনটি ব্যবসায় উদ্যোগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সহায়ক?
- কর মওকুফ
- স্বল্প সুদে মুলধন সরবরাহ
- বিনা সূদে মূলধন সরবরাহ
A,B,C
12960. মিস রাজিয়া একজন মোবাইল রপ্তানিকারক। তার ব্যবসায়ের অনুকূল পরবেশ সৃষ্টির জন্যে কোনটি ভূমিকা রাখে?
- সরকারি পৃষ্ঠপোষকতা
- শিক্ষাগত যোগ্যতা
- প্রশিক্ষণের সুযোগ
- রাজনৈতিক স্থিতিশীলতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়-উদ্যোগ-ও-উদ্যোক্তা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1296"