ব্যবসায়ের-আইনগত-দিক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1347
13461. কোন বিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না?
- জীবন বীমা
- অগ্নি বীমা
- বিশ্বস্ততা বিমা
- শস্যবিমা
13462. কপিরাইট দ্বারা সংরক্ষিত হয়-
- নাটক
- প্রবন্ধ
- চিত্রকর্ম
A,B,C
13463. কোন বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণের জন্য সব দেশেই আইনগত বিধি বিধান রয়েছে?
- আসবাবপত্র
- যন্ত্রপাতি
- পেটেন্ট
- অফিস সরঞ্জাম
13464. কোন ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?
- অংশীদারি কারবার
- একমালিকানা কারবার
- যৌথমূলধনী কারবার
- পাইকারি কারবার
13465. বাংলাদেশে কোন কপিরাইট আইনটি প্রচলিত আছে?
- 2000
- 2001
- 2002
- 2003
13466. কোনো পণ্যকে অন্যের অনুরূপ হতে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীককে কী বলে?
- ট্রেডমার্ক
- সার্ভিস মার্ক
- পেটেন্ট
- কপিরাইট
13467. পণ্যের প্রতীক রেজিস্ট্রেশন এর জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটি?
- বিএসটিআই
- বেসিক
- বিসিক
- বিটাক
13468. নিচের কোনটি কপিরাইট চুক্তির মাধ্যমে বিপনন করা যায় না?
- ব্যান্ডের পণ্য
- খেলার নাম
- তারকাদের নাম
- ডিম
13469. ব্যবসায় প্রতিষ্ঠানের প্রত্যেক স্তরেই কিছু-না-কিছু বিদ্যমান।
- লাভ
- লোকসান
- ঝুঁকি
- কোনোটিই নয়
13470. মি. মজিদ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ২০ বছরের জন্যে ২ লাখ টাকার একটি জীবন বিমা করেন। তাকে বছরের ৪টি কিস্তি দিতে হলে প্রতি কিস্তিতে কত টাকা দিতে হবে?
- ২৩০০ টাকা
- ২৪০০ টাকা
- ২৫০০ টাকা
- ২৬০০ টাকা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়ের-আইনগত-দিক - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1347"