ব্যবসায়ের-আইনগত-দিক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1344
13431. বিমা ব্যবসায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখে-
- বৈদেশিক বাণিজ্যের ঝুঁকি বহন করে এর প্রসারে সহায়তা করে
- প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ উৎপাদন উদ্দেশ্যে বিনিয়োগ করে শিল্পায়নে সহায়তা করা
- প্রিমিয়াম হিসেবে প্রাপ্ত অর্থ ঋণ হিসেবে বিতরণ করে
A,B
13432. বিমা ব্যবসায়ের সাথে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্ম্যুক্ত। কারণ-
- প্রিমিয়ামের অর্থ পরিশোধের জন্যে বিমাগ্রহীতা সঞ্চয় করে
- যেটি পরে উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহৃত হয়বিমা ব্যবসায় দরিদ্র জনগণকে ঋণ প্রদাপন করে তাদেরকে জাতীয় অর্থনীতির সাথে সম্পৃক্ত করে
- বিমার ওপর নির্ভর করে অনেক ঝুঁকিপূর্ণ শিল্প ও বানিজ্য গড়ে ওঠে ফলে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়
A,C
13433. কোনটি ব্যবসায়ের প্রাকৃতিক ঝুঁকি?
- ঝড়
- বন্যা
- সাইক্লোন
A,B,C
13434. পণ্য প্রতীকের অন্তর্ভুক্ত হলো-
- ব্র্যান্ড
- সংখ্যাযুক্ত উপাদান
- মোড়ক
A,B
13435. জীবন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয় কেন?
- বিমাগ্রহীতা নিশ্চিতভাবে প্রিমিয়াম দেবে বলে
- সুদসহ অর্থ ফেরত পাওয়া যাবে বলে
- বিমা দাবি পাবার নিশ্চয়তা আছে বলে
- কিস্তি অনুসারে বৃত্তি পাওয়া নিশ্চিত বলে
13436. কোন কোম্পানির জন্য ব্যবসায় আরম্ভ করার পূর্বে কার্যারম্ভের অনুমতি পত্র সংগ্রহ করা প্রয়োজন?
- পাবলিক লিমিটেড কোম্পানি
- একমালিকানা ব্যবসায়
- সমবায় ব্যবসায়
- অংশীদারি ব্যবসায়
13437. বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা?
- খাদ্য
- অর্থ
- শিল্প
- প্রতিরক্ষা
13438. নিচের কোনটি উদ্যোক্তার বুদ্ধিবৃত্তিক সম্পদ নয়?
- কপিরাইট
- পেটেন্ট
- ট্রেডমার্ক
- আসবাবপত্র
13439. দেশের একটি প্রসিদ্ধ ইন্সুরেন্স কোম্পানি বছর শেষে প্রিমিয়াম হিসেবে ৫,০০,০০০টাকা পেল। প্রাপ্ত টাকা কোম্পানি কী করে?
- নিজের কাছে গচ্ছিত রাখে
- সরকারের নিকট জমা দেয়
- ব্যাংকে জমা রাখে
- বিনিয়োগ করে
13440. জনাব এবাদুল্লাহ একটি জীবনবীমা পলিসি খোলেন। তবে নির্দিষ্ট মেয়াদের পর তিনি জীবিত থাকেন। এক্ষেত্রে কোনটি ঘটবে?
- তিনি প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
- তিনি লাভসহ প্রিমিয়ামের টাকা ফেরত পাবেন
- তিনি কোনো অর্থ ফেরত পাবেন না
- বিমাকারীর নির্দিষ্ট অংশ কেটে রেখে বাকি অর্থ ফেরত দিবে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ব্যবসায়ের-আইনগত-দিক - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1344"