ব্যবসায়ের-আইনগত-দিক – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 264
2631. শারমিন পারভিনের অর্থনৈতিক কার্যাবলির সাথে সম্পর্কযুক্ত –
- পেটেন্ট
- ট্রেডমার্ক
- কপিরাইট
A,B
2632. জীবন বিমা চুক্তিতে ডাক্তারি পরীক্ষাযুক্ত প্রস্তাব ফরম ব্যবহৃত হয় –
- বিমাগ্রহীতার আর্থিক পরিস্থিতি সম্পর্কে জানতে
- বিমাকৃত ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে অবগত হতে
- বিমাগ্রহীতার অনুপযুক্ততা সম্পর্কে জানতে
B,C
2633. পণ্যের মান আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন –
- মুক্ত বাজার অর্থনীতির কারণে
- ভোক্তাদের সন্তুষ্টির কারণে
- ক্রমবর্ধমান আন্তর্জাতিক বাজারের কারণে
A,C
2634. ব্যবসায়ে ডিজাইন অ্যাক্ট কত সালে প্রবর্তন করা হয়?
- 1911
- 1999
- 1913
- 1914
2635. বাংলাদেশের রাঁধুনী গ্রুপের পণ্যের দেশে প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে তারা নিজস্ব বাগানে উৎপাদিত হলুদ ও মরিচ দ্বারা রান্নার মসল্লা উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করতে চায়। বিদেশে পণ্য রপ্তানি করতে হলে আন্তর্জাতিক মান অর্জন ও এ সম্পর্কে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। এ কোম্পানিটি এ ব্যাপারে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের কথা ভাবছে।আন্তর্জাতিক মান সম্পর্কে প্রত্যয়নপত্র প্রদান করে কোন সংস্থা?
- বিএসটিআই
- আইএসটিআই
- জিএসটিআই
- আইএসও
2636. আইএসও (1SO) গঠিত –
- ৪টি দলিলের সমন্বয়ে
- ৫টি দলিলের সমন্বয়ে
- ৬টি দলিলের সমন্বয়ে
- ৭টি দলিলের সমন্বয়ে
2637. কপিরাইন নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে কার কাছে আবেদন করতে হবে?
- উকিলের
- নিয়ন্ত্রকের
- রেজিস্ট্রারের
- সরকারের
2638. কীসের মাধ্যমে আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়?
- পেটেন্ট
- কপিরাইট
- লাইসেন্স
- ট্রেডমার্ক
2639. কত সালে BST1 গঠিত হয়?
- 1975
- 1985
- 1990
- 1995
2640. বিমা চুক্তিতে বিমাগ্রহীতার কোনটি থাকা আবশ্যক?
- বিমাযোগ্য স্বার্থ
- অর্থ
- প্রিমিয়াম
- মনোনয়ন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "ব্যবসায়ের-আইনগত-দিক - এইচএসসি-ব্যবসায় উদ্যোগ ১মপত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 264"