বৈদেশিক-বিনিময়-ও-বৈদেশিক-মুদ্রা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ২য়পত্র-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1118
11171. একটি সাধারণ প্রতিশ্রুতি থাকে কোন প্রত্যয়পত্রে?
- অনিশ্চিত প্রত্যয়পত্রে
- নিশ্চিত প্রত্যয়পত্রে
- খোলা প্রত্যয়পত্রে
- স্থির প্রত্যয়পত্রে
11172. ব্যাংক প্রস্তুতকৃত বিলের মর্যাদা প্রদানের শর্ত আরোপ করে না কোন প্রত্যয়পত্রে?
- নির্দিষ্ট প্রত্যয়পত্র
- অনির্দিষ্ট প্রত্যয়পত্র
- নিশ্চিত প্রত্যয়পত্র
- খোলা প্রত্যয়পত্র
11173. আমদানি প্রক্রিয়ায় মুদ্রার বিনিময় হার নির্ধারণের পূর্বে কোন কাজটি করতে হয়?
- জাহাজে পণ্য প্রেরণের সংবাদ জানতে চাওয়া
- পণ্য খালাসকরণ
- প্রত্যয়পত্র খোলা
- বিলের অর্থ পরিশোধ
11174. কোন প্রত্যয়পত্র অধিক জনপ্রিয়?
- ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র
- নির্দিষ্ট প্রত্যয়পত্র
- ভ্রাম্যমাণ প্রত্যয়পত্র
- অগ্রিম প্রত্যয়পত্র
11175. আমদানি রপ্তানি বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ কী?
- সহায়তা দান
- প্রতিনিধিত্ব করা
- অর্থসংস্থান করা
- দিকনির্দেশনা দেয়া
11176. ব্যাংক বিক্রেতাকে পাওনা প্রাপ্তির নিশ্চয়তা দেয় কীসের মাধ্যমে?
- চালানি রসিদ
- বহন-পত্র
- নৌভাটক পত্র
- প্রত্যয়পত্র
11177. ব্যাংক প্রচুর মুনাফা অর্জন করতে পারে কোনটির মাধ্যমে?
- প্রত্যয়পত্র
- বহন-পত্র
- চালানি রসিদ
- নৌভাটকপত্র
11178. ইলেকট্রনিক ব্যাংকিং বলতে কী বোঝায়?
- প্রাচীন যুগের ব্যাংকিং
- মধ্যযুগীয় ব্যাংকিং
- আধুনিক ব্যাংকিং
- প্রাক-মধ্যযুগীয় ব্যাংকিং
11179. আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্তমানে ব্যাংকগুলো আন্তর্জাতিকভাবে তাদের গ্রাহকদের কীসের প্রস্তাব দিতে পারে?
- সেবা
- চাকরী
- ব্যবসায়
- শিক্ষা
11180. হিসাব রক্ষণের ব্যয় হ্রাস ঘটছে কীভাবে?
- কম অর্থ ব্যয় করে
- অনুন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে
- হিসাব রক্ষণের কাজে কম পরিমাণের লোক নিয়োগ করে
- নতুন নতুন উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "বৈদেশিক-বিনিময়-ও-বৈদেশিক-মুদ্রা - এইচএসসি-অর্থনীতি ২য়পত্র-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1118"