ইশিখন.কম ব্লগ

BCS+Bank + Non cadre Job

বাংলা সাহিত্যে ত্রয়ী রচনা…..

কোন লেখার তিনটি সিরিজ বা তিনটি পাঠ থাকলে তাকে ত্রয়ী বলে । ইংরেজীতে বলে ট্রিলজি। এতে কাহিনীর ধারাবাহিকতা থাকে। আবার প্রত্যেকটি আলাদাভাবে স্বতন্ত্র গ্রন্থ হিসেবে পাঠযোগ্য।
.
* ত্রয়ী উপন্যাস:-
→ আবু জাফর শামসুদ্দীন- ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, সংকর সংকীর্তন।
→ গোপাল হালদার- একদা, অন্যদিন, আর একদিন।
→ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।
→ তাহমিমা আনাম – দ্য গোল্ডেন এজ, দ্য গুড মুসলিম, (তৃতীয়টি প্রকাশিতব্য)।
→ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়- আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম।
→ বিমল মিত্র- কড়ি দিয়ে কিনলাম, সাহেব বিবি গোলাম, একক দশক শতক।
→শওকত আলী- দক্ষিণায়নের দিন, কূলায় কালস্রোত, পূর্বদিন পূর্বরাত্রি
.
* ত্রয়ী মহাকাব্য :-
→ নবীনচন্দ্র সেন- রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস।
.
উল্লেখ্য যে সত্যজিৎ রায় পরিচালিত- পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার এই তিনটি বাংলা চলচ্চিত্রকে একত্রে ‘অপুত্রয়ী’ বলা হয়।

আরো পড়ুন:

বিসিএস প্রস্তুতি বাংলা সাহিত্য

ব্যাংক জব নিয়োগ পরীক্ষা – বাংলা – সাহিত্যে পদক

৪০ তম বিসিএস প্রস্তুতি: বাংলা সাহিত্যের ইতিহাস

 

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline