বিসিএস-প্রিলিমিনারি-বাংলা ভাষা ও সাহিত্য

জীবনানন্দ দাশঃ

মনে রাখার উপায়ঃ (সতীর্থ তার জলপাইহাটী নিবাসী বান্ধবী কবিতার কথায় তার ছোট বোন কল্যানীকে মাল্যদান করল)

উপন্যাসঃ জলপাই হাটি,সতীর্থ,কল্যানী,মাল্যদান

প্রবন্ধঃ কবিতার কথা

কাব্যঃ (এই মহাপৃথিবীর মাঝে বেলা অবেলা কালবেলায় সাতটি তারার তিমিরে রুপসী বাংলার মেয়ে বনলতা সেন কুড়িয়ে পাওয়া ঝরা পালকটি ধূসর পান্ডুলিপির ভেতর যত্ন করে রাখল)

রুপসী বাংলা,বনলতা সেন,ধূসর পান্ডুলিপি,ঝরাপালক,বেলা অবেলা কালবেলা,সাতটি তারার তিমির,মহা পৃথিবী

মীর মশাররফ হোসেন:

মনে রাখার উপায়:

প্রহসনঃ ভাইয়ে ভাইয়ে ফাঁস কাগজে একি করল ? এর উপায় কি?

ভাই ভাই এই তো চাই,একি,এর উপায় কি,ফাঁস কাগজ

নাটকঃ  বেটা বসন্ত জমিদার

বে – বেহুলা গীতাভিনয়
টা- টালা অভিনয়
বসন্ত – বসন্ত কুমারী
জমিদার – জমিদার দর্পন

উপন্যাস: রত্নাবতী বিষাদসিন্ধুর পানে তাকিয়ে থাকা উদাসীন পথিকের মনের কথা বুঝতে পেরে বাঁধা খাতাটি গাজী মিয়ার বস্তানীতে রাখলেন

রত্নাবতী – বাংলা সাহিত্যের মুসলমান রচিত ১ম উপন্যাস,বিষাদসিন্ধু,গাজীমিয়ার বস্তানী,বাঁধা খাতা,উদাসীন পথিকের মনের কথা

কায়কোবাদ:

মনে রাখার উপায়:

কাব্য- (অমিয়ের সাথে কুসুমের আর দহরম মহরম নেই বিরহ চলছে। তাই সে মহাশ্মশানের শিব মন্দিরে অশ্রুমালা বিসর্জন দিল)

অমিয়ধারা,কুসুমকানন,মহরম শরীফ,বিরহ বিলাপ,শিব মন্দির,অশ্রুমালা

মহাকাব্য: মহাশ্মশান

বাংলা সাহিত্যের মুসলমান কতৃক রচিত ১ম মহাকাব্য। মহাশ্মশান ১৯০৩ সালে রচিত হয়। এটি পানি পথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচিত

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline