বিসিএস-প্রিলিমিনারি-বাংলা ভাষা ও সাহিত্য

নবীন চন্দ্র সেনঃ

মনে রাখার উপায়ঃ (পলাশীর যুদ্ধ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের দুই সৈনিক রৈবতক আর প্রভাস যুদ্ধ না করে অবকাশ রঞ্জিনী পালন করছিল)

পলাশীর যুদ্ধ – গাঁথাকাব্য
কুরুক্ষেত্র, রৈবতক, প্রভাস – ত্রয়ী মহাকাব্য
অবকাশ রঞ্জিনী- কাব্য

মুনীর চৌধুরীরঃ

মনে রাখার উপায়ঃ (মুখরা রমনীর শয়নকক্ষে রুপার কৌটায় রাখা দন্ডকারন্যের রক্তাক্ত প্রান্তরে কবরে শায়িত এক যোদ্ধার চিঠির বিষয়ে ঘরের কেউ কিছু বলতে পারেনা)

অনুবাদ নাটকঃ মুখরা রমনী বশীকরন,রুপার কৌটা,কেউ কিছু বলতে পারেনা

নাটকঃ  রক্তাক্ত প্রান্তর,চিঠি,দন্ডকারন্য,কবর

জসীম উদ্দীনের:

মনে রাখার উপায়ঃ

নাটকঃ  (পদ্মা পাড়ের বেদের মেয়ে মধুমালার সাথে অন্য গ্রামের মেয়ে এক পল্লীবধূর বন্ধুত্ব সবার মুখে মুখে)

পদ্মাপাড়,বেদের মেয়ে,মধুমালা,পল্লীবধূ,গ্রামের মেয়ে

উপন্যাস: বোবা কাহিনী

কাব্যঃ (হলুদ বরনীর দেশে হাসু , ডালিম কুমার, সখিনা ও সূচয়নী ভয়াবহ সেই দিনগুলোতে এক পয়সার বাশি বাজিয়ে ধানক্ষেতের বালুচরে মাটির তৈরী কবর জলে লেখা নকশী কাথার কাফন মুড়িয়ে সোজন বাদিয়ার ঘাটে এসে রাখালীর মা পল্লী জননী রঙ্গিলা নায়ের মাঝির জন্য কাঁদতে লাগল)

হলুদ বরনী,জলে লেখন,হাসু,নকশী কাথার মাঠ,ডালিম কুমার,কাফনের মিছিল,সখিনা,সোজন বাদিয়ার ঘাঁট,সূচয়নী,রাখালীর মা,ভয়াবহ সেই দিনগুলোতে,রঙ্গিলা নায়ের মাঝি,এক পয়সার বাশি,মা যে জননী কাদে,ধানক্ষেত,বালুচর,মাটির কান্না

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline