বিসিএস -> প্রিলিমিনারি -> বাংলা ভাষা ও সাহিত্য -> সন্ধি

১. (ক) ‘অ’-এর পরে স-জাত ‘ঃ’, এবং তারপরে ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি কিংবা হ থাকলে, ‘ঃ’-র জায়গায় ‘ও’ হয়।

অর্থাৎ, ‘অ’-এর পরে স-জাত ‘ঃ’, এবং তারপরে গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা ঙ, ঞ, ণ, ন, ম কিংবা য, র, ল, ব অথবা হ থাকলে আগের অ+ঃ=‘ও’ হয়।

অর্থাৎ, ‘অ’-এর পরে স-জাত ‘ঃ’, এবং তারপরে বর্গের তৃতীয়, চতুর্থ বা পঞ্চম ধ্বনি থাকলে কিংবা য, র, ল, ব, হ থাকলে আগের অ+ঃ=‘ও’ হয়। যেমন-

তিরঃ+ধান = তিরোধান (অ+ঃ+ধ)

মনঃ+রম = মনোরম (অ+ঃ+র)

তপঃ+বন = তপোবন (অ+ঃ+ব)

মনঃ+হর = মনোহর (অ+ঃ+হ)

(খ) ‘অ’-এর পরে র-জাত ‘ঃ’ থাকলে, এবং তারপরে স্বরধ্বনি কিংবা ঐ একই ধ্বনিগুলো থাকলে (ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি ও হ), ‘ঃ’-র জায়গায় ‘র’ হয়। যেমন-

অন্তঃ+গত = অন্তর্গত (অ+ঃ+গ)

পুনঃ+আয় = পুনরায় (অ+ঃ+আ)

অন্তঃ+ধান = অন্তর্ধান (অ+ঃ+ধ)

পুনঃ+উক্ত = পুনরুক্ত (অ+ঃ+উ)

অন্তঃ+ভুক্ত = অন্তর্ভুক্ত (অ+ঃ+ভ)

পুনঃ+জন্ম = পুনর্জন্ম (অ+ঃ+জ)

অন্তঃ+বর্তী = অন্তর্বর্তী (অ+ঃ+ব)

পুনঃ+বার = পুনর্বার (অ+ঃ+ব)

অহঃ+অহ = অহরহ (অ+ঃ+অ)

পুনঃ+অপি = পুনরপি (অ+ঃ+অ)

প্রাতঃ+উত্থান = প্রাতরুত্থান (অ+ঃ+উ)

২. ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, ঘোষ ধ্বনি, নাসিক্য ধ্বনি, অন্তস্থ ধ্বনি কিংবা হ থাকলে ‘ঃ’-র জায়গায় ‘র’ হয়।

অর্থাৎ, ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ কিংবা, গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা ঙ, ঞ, ণ, ন, ম কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’-র জায়গায় ‘র’ হয়।

অর্থাৎ, ‘অ/আ’ ছাড়া অন্য স্বরধ্বনির পরে ‘ঃ’ থাকলে এবং তারপরে অ, আ, বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি কিংবা য, র, ল, ব কিংবা হ থাকলে ‘ঃ’-র জায়গায় ‘র’ হয়। যেমন-

নিঃ+আকার = নিরাকার (ই+ঃ+আ)

দুঃ+যোগ = দুর্যোগ (উ+ঃ+য)

নিঃ+আকরণ = নিরাকরণ (ই+ঃ+আ)

দুঃ+লোভ = দুর্লোভ (উ+ঃ+ল)

নিঃ+জন = নির্জন (ই+ঃ+জ)

দুঃ+অন্ত = দুরন্ত (উ+ঃ+অ)

আশীঃ+বাদ = আশীর্বাদ (ঈ+ঃ+ব)

প্রাদুঃ+ভাব = প্রাদুর্ভাব (উ+ঃ+ভ)

জ্যোতিঃ+ময় = জ্যোতির্ময় (ই+ঃ+ম)

বহিঃ+গত = বহির্গত (ই+ঃ+গ)

ব্যতিক্রম : ‘ই/উ+ঃ+র’ হলে ‘ঃ’ লোপ পায় এবং ‘ঃ’-র আগের হ্রস্ব স্বরধ্বনি দীর্ঘ হয়। যেমন- ‘নিঃ+রব’, এখানে ‘ন+ই+ঃ’-এর ‘ই+ঃ’-এর পরে ‘র’ ধ্বনির সন্ধি হয়েছে। সুতরাং এখানে ‘ঃ’ লোপ পাবে এবং ‘ই’-র জায়গায় ‘ঈ’  হবে। অর্থাৎ সন্ধি হয়ে হবে ‘নিঃ+রব = নীরব’। এরকম- নিঃ+রস = নীরস।

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline