
১. ক) ‘ত/দ’ এরপরে ‘চ/ছ’ থাকলে উভয়ে মিলে ‘চ্চ/চ্ছ’ হয়। যেমন-
ত্+চ = চ্চ
সৎ+চিন্তা = সচ্চিন্তা
উৎ+চারণ = উচ্চারণ
শরৎ+চন্দ্র = শরচ্চন্দ্র
সৎ+চরিত্র = সচ্চরিত্র
সৎ+চিদানন্দ(চিৎ+আনন্দ) = সচ্চিদানন্দ
ত্+ছ = চ্ছ
উৎ+ছেদ = উচ্ছেদ
তৎ+ছবি = তচ্ছবি
দ্+চ = চ্চ
বিপদ+চয় = বিপচ্চয়
দ্+ছ = চ্ছ
বিপদ+ছায়া = বিপচ্ছায়া
খ) ‘ত/দ’ এরপরে ‘জ/ঝ’ থাকলে উভয়ে মিলে ‘জ্জ/জ্ঝ’ হয়। যেমন-
ত+জ = জ্জ
সৎ+জন = সজ্জন
উৎ+জ্বল = উজ্জ্বল
তৎ+জন্য = তজ্জন্য
যাবৎ+জীবন = যাবজ্জীবন
জগৎ+জীবন = জগজ্জীবন
দ+জ = জ্জ
বিপদ+জাল = বিপজ্জাল
ত+ঝ = জ্ঝ
কুৎ+ঝটিকা = কুজ্ঝটিকা
গ) ‘ত/দ’ এরপরে ‘শ’ থাকলে উভয়ে মিলে ‘চ্ছ’ হয়। যেমন-
ত+শ = চ+ছ = চ্ছ
উৎ+শ্বাস = উচ্ছাস
চলৎ+শক্তি = চলচ্ছক্তি
উৎ+শৃঙ্খল = উচ্ছৃঙ্খল
ঘ) ‘ত/দ’ এরপরে ‘ড/ঢ’ থাকলে উভয়ে মিলে ‘ড্ড/ড্ঢ’ হয়। যেমন-
ত+ড = ড্ড
উৎ+ডীন = উড্ডীন
ত+ঢ = ড্ঢ
বৃহৎ+ঢক্কা = বৃহড্ডক্কা
ঙ) ‘ত/দ’ এরপরে ‘হ’ থাকলে উভয়ে মিলে ‘দ্ধ’ হয়। যেমন-
ত+হ = দ্ধ
উৎ+হার = উদ্ধার
উৎ+হৃত = উদ্ধৃত
উৎ+হত = উদ্ধত
দ+হ = দ্ধ
পদ+হতি = পদ্ধতি
তদ্+হিত = তদ্ধিত
চ) ‘ত/দ’ এরপরে ‘ল’ থাকলে উভয়ে মিলে ‘ল্ল’ হয়। যেমন-
ত+ল = ল্ল
উৎ+লাস = উল্লাস
উৎ+লেখ = উল্লেখ
উৎ+লিখিত = উল্লিখিত
উৎ+লেখ্য = উল্লেখ্য
উৎ+লঙ্ঘন = উল্লঙ্ঘন
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।