চ
চুনকালি দেওয়া-কলঙ্ক
চক্ষুদান করা-চুরি করা
চশমখোর-চক্ষুলজ্জাহীন
চক্ষুলজ্জা-সংকোচ
চর্বিত চর্বণ-পুনরাবৃত্তি
চোখের বালি-চক্ষুশূল
চাঁদের হাট-আনন্দের প্রাচুর্য
চোখের পর্দা-লজ্জা
চিনির বলদ-ভারবাহী কিন্তু ফল লাভের অংশীদার নয়
চোখ কপালে তোলা-বিস্মিত হওয়া
চামচিকের লাথি-নগণ্য ব্যক্তির কটূক্তি
চোখ টাটানো-ঈর্ষা করা
চিনির পুতুল-শ্রমকাতর
চোখে ধুলো দেওয়া-প্রতারণা করা
চুঁনোপুটি-নগণ্য
চোখের চামড়া-লজ্জা
চুলোয় যাওয়া-ধ্বংস
চোখের মণি-প্রিয়
চিনে/ছিনে জোঁক (নাছোড়বান্দা)
ছ
ছ কড়া ন কড়া-সস্তা দর
ছক্কা পাঞ্জা-বড় বড় কথা বলা
ছা পোষা-অত্যন্ত গরিব
ছিঁচ কাদুনে-অল্পই কাঁদে এমন
ছাই ফেলতে ভাঙা কুলা-সামান্য কাজের জন্য অপদার্থ ব্যক্তি
ছিনিমিনি খেলা-নষ্ট করা
ছেলের হাতের মোয়া-সামান্য বস্তু
ছেলের হাতের মোয়া-সহজলভ্য বস্তু
ছুঁচো মেরে হাত গন্ধ করা-নগণ্য স্বার্থে দুর্নাম অর্জন
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।