বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা – ২০১৬
● বাংলাদেশের জনসংখ্যা–১৫ কোটি ৯৯ লাখ
● বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার–১.৩৭%
● বাংলাদেশের পুরুষ-মহিলা অনুপাত–১০০.৫:১০০
● বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে–১,০৬৩ জন
● বাংলাদেশে প্রত্যাশিত গড় আয়ুষ্কাল–৭০.৭ বছর (পুরুষঃ ৬৯.১ বছর ও মহিলাঃ ৭১.৬ বছর)
● চলতি মূল্যে জিডিপি ২০১৫-১৬ –১৭,২৯,৫৬৭ কোটি টাকা
● বাংলাদেশের চলতি মূল্যে মাথাপিছু জিডিপি–১,৩৮৪ মার্কিন ডলার
● বাংলাদেশের চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয়–১,৪৬৬ মার্কিন ডলার
● বাংলাদেশে শিশু মৃত্যুহার (এক বছরের কম বয়সী, প্রতি ১,০০০ জনে)–৩০ জন
● বাংলাদেশে প্রথম বিবাহে গড় বয়স–পুরুষ ২৪.৯ বছর ও মহিলা ১৮.৩ বছর
বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা – ২০১৫
● বর্তমানে দেশে দারিদ্রতার হার – ২৪.৪৭ শতাংশ।
● বর্তমানে দেশের স্বাক্ষরতার হার – ৬২.৩%
● ২০১৪-২০১৫ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা – ১৫.৭৯ কোটি।
● জনসংখ্যা বৃদ্ধির হার – ১.৩৬%।
● পুরুষ ও মহিলার অনুপাত – ১০৪.৯ : ১০০
● স্থুল জন্মহার ও মৃত্যুহার (প্রতি ১০০০ জনে) – জন্ম ১৮.৯ জন ও মৃত্যু ৫.৩ জন।
● শিশু মৃত্যুহার (প্রতিহাজারে) – ৩৩ জন।
● বাংলাদেশে প্রত্যাশিত গড় অায়ুকাল – ৭০.৭ বছর। (পুরুষ ৬৯.৯ বছর, ৭১.৫ বছর)
● সরকারি হাসপাতালের শয্যা প্রতি জনসংখ্যা – ১৬৫২ জন।
● রেজিস্টার্ড ডাক্তার প্রতি জনসংখ্যা – ২১৬৬ জন।
● বাংলাদেশে সুপেয় পানি গ্রহণকারীর হার – ৯৮.৩%।
● স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারীর হার – ৬৩.৮০%।
● স্বাক্ষরতার হার (৭ বছর +) – ৬২.৩% (পুরুষ ৬৫% এবং নারী ৫৯.৭%)
● মোট শ্রমশক্তি (১৫ বছর +) – ৬.১ কোটি (পুরুষ ৪.৩ কোটি ও মহিলা ১.৮ কোটি)
● দেশের কৃষিতে নিয়োজিত শ্রমশক্তির শতকরা হার – ৪৫.১%।
● দেশের শিল্পে নিয়োজিত শতকরা হার – ১৭.৬৪%।
● সেবা ক্ষেত্রে নিয়োজিত শ্রমশক্তির শতকরা হার – ৩৫.০৬%।
● দেশে দারিদ্রের ঊর্ধ্বসীমা – ৩১.৫০%।
● দেশে দারিদ্রের নিম্নসীমা – ১৭.৬০%
● ২০১৪-১৫ অর্থবছরে চলতি মূল্যে জিডিপি – ১৫১৩৬০০ কোটি টাকা।
● ২০১৪-১৫ অর্থ বছরে স্থির মূল্যে জিডিপি – ৮২৪৫৩২ টাকা।
● ২০১৪-১৫ অর্থবছর চলতি মূল্যে মাথাপিছু জাতীয় অায় – ১৩১৪ মার্কিন ডলার বা ১০২০২৬ টাকা।
● ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু জিডিপি – ৯৫৮৬৪ টাকা বা ১২৩৫ মার্কিন ডলার।
● ২০১৪-১৫ জিডিপি দেশজ সঞ্চয়ের অবদান – ২২.৩০%।
● ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে জাতীয় সঞ্চয়ের অবদান – ২৯.০১%
● ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে বিনিয়োগের অবদান – ২৮.৮৭%
● ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি অায় – ২২৯০৫ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-১৫ অর্থবছরে অামদানি ব্যয় – ৩৩০৫৬ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-১৫ অর্থবছরে বৈদেশিক মুদ্রার মজুদ – ২৪১৪১ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-২০১৫ অর্থবছরে প্রবাসীদের প্রেরিত অর্থের পরিমাণ – ১২৫৫২ মিলিয়ন মার্কিন ডলার।
● ২০১৪-১৫ অর্থবছরে মোট রাজস্ব অায় – ১৮২৯৫৪ বছর।
● ২০১৪-১৫ অর্থবছরে মোট ব্যায় – ২৫০৫০৬ কোটি টাকা।
● জাতীয় মহাসড়ক – ৩৫৪৪ কিলোমিটার।
● অাঞ্চলিক মহাসড়ক – ৪২৭৮ কিলোমিটার।
● রেলপথ – ২৮৭৭ কিলোমিটার।
প্রতিটি লেকচারে নতুন নতুন লিখা যুক্ত হচ্ছে, তাই কাঙ্খিত কোন লিখা না পেলে দয়া করে কিছুদিন পর আবার ভিজিট করে দেখবেন।
লিখাতে কিংবা লেকচারে কোন ভুলত্রুটি থাকলে অথবা আপনার কাঙ্খিত লিখা খুঁজে না পেলেইশিখন.কম এর ফ্যানপেইজ অথবা নিচে কমেন্ট কর