• বি. কে . এস . পি – বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান
  • বি. কে. এস. পি  প্রতিষ্ঠিত  হয় – ১৪ এপ্রিল, ১৯৮৬ সালে
  •  বি. কে. এস. পি  অবস্থিত – জিরানী, সাভার
  • বাংলাদেশের জাতীয় খেলা – কাবাডি ( হা-ডু-ডু)
  • ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হয় – ১৯১৫ সালে
  • বাংলাদেশ ফুটবল দল প্রথম আর্ন্তজাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে – ১৯৭৩ সালে মালয়েশিয়ায়
  • বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক – জাকারিয়া পিন্টু
  • কবে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্বে অংশগ্রহণ করে – ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে
  • বাংলাদেশ এ পর্যন্ত সাফ গেমসে কতবার চ্যাম্পিয়ন ও কতবার রানার আপ – একবার চ্যাম্পিয়ন ও চারবার রানার্স আপ ।
  • বাংলাদেশ কোন সাফ গেমসে চ্যাম্পিয়ন হয় – অষ্টম সাফগেমসে নেপালকে ১-০ গোলে হারিয়ে
  • অষ্টম সাফ গেমস ফুটবলের ফাইনালে বাংলাদেশের পক্ষে গোল করেন – আলফাজ
  • বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় – ১৯৭৩ সালে
  • ১৯৯৭ সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ আই.সি.সি ট্রফি  জিতে নেয়
  • বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ‘ওয়ান ডে স্ট্যাটাস’ রাভ করে – ১৫ জুন, ১৯৯৭ সালে
  • বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে – ২৬ জুন, ২০০০ সালে
  • বাংলাদেশ টেস্ট ক্রিকেটে কততম – দশম
  • বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় – ১৭ মে, ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের সঙ্গে

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline