চুক্তি ও সনদঃ

  • বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি  স্বাক্ষরিত হয়- ১৯ মার্চ,১৯৭২ ।
  • বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় – ২৫ বছর বছরের জন্য
  • বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তির মেয়াদ  শেষ হয় – ১৮ মার্চ, ১৯৯৭।
  • বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তিতে স্বাক্ষর করেন -বাংলাদেশের পক্ষে শেখ মজিবুর রহমান, ভারতের পক্ষে ইন্দিরা গান্ধী ।
  • গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় – ১২ ডিসেম্বর, ১৯৯৬ ।
  • গঙ্গা পানি চুক্তি স্বাক্ষতির হয় -৩০ বছরের বছরের জন্য ।
  • গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় -নয়াদিল্লীর হায়দ্রাবাদ হাউসের মুঘল ডাউনিং হলে ।
  • গঙ্গা পানি চুক্তিতে  স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা, ভারতের পক্ষে দেব গৌড়া ।
  • গঙ্গা পানি চুক্তি বন্টন ১৯৯৬ সাল অনুযায়ী ১ লা জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত বাংলাদেশের কমপক্ষে ৩৫ হাজার কিউসেক পানি পাবে  ।
  • পানি প্রবাহ ৭৫ হাজার বা তার উর্ধ্বে হলে ভারত ৪০ হাজারকিউসেক পানি পাবে
  • ফারাক্কা বাধে পানির পরিমান ৭০ হাজার কিউসেক হলে ভারত ও বাংলাদেশ কি হারে পানি পাবে-  সমান হারে ।
  • ফারাক্কা বাধ চালু হয় –  ১৯৭৫ সালে ।
  • জাতিসংঘের কোন অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ফারাক্কা ইস্যু উথাপন করা হয়  ৩১ তম অধিবেশনে ।

    এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline