ঢাকেশ্বরী মন্দিরঃ
১) ঢাকার সব চেয়ে প্রাচীন মন্দির হল ঢাকেশ্বরী মন্দির
২) অনেকের মতে ঢাকেশ্বরী থেকে ঢাকা নামের উৎপত্তি
আনন্দ বিহারঃ
১) আনন্দ বিহার কুমিল্লা শহর থেকে দক্ষিনে ময়নামতিতে অবস্থিত
২) দেব বংশীয় রাজা আনন্দ দেব আনন্দ বিহার নির্মাণ করেন
৩) ধারনা করা হয় ৮ম শতকের প্রথমে আনন্দ বিহার নির্মিত হয়
৪) ৮০র দশকে এর খনন কাজ সম্পন্ন হয়
৫) এখানে বৌদ্ধ সভ্যতার বহু নিদর্শন এবং আব্বাসীয় যুগের মুদ্রা পাওয়া গেছে
আতিয়া জামে মসজিদঃ
১) আতিয়া জামে মসজিদ টাঙ্গাইলে অবস্থিত
২) আতিয়া জামে মসজিদ নির্মিত হয় ১৬১০ সালে
৩) দশ টাকার নোট এ আতিয়া জামে মসজিদের ছবি রয়েছে
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।